Advertisement
Advertisement

Breaking News

প্লাস্টিক দূষণ রোধে উদ্যোগ, গ্রামবাসীদের মাটির ভাঁড়ে চা খাওয়াল পঞ্চায়েত

পঞ্চায়েতের উদ্যোগে সাড়া পড়েছে কেতুগ্রামে।

Unique intiative of Panchayet
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 2, 2019 1:29 pm
  • Updated:January 2, 2019 1:29 pm  

ধীমান রায়, কাটোয়া: এলাকাকে প্লাস্টিকমুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেতুগ্রামের সীতাহাটি গ্রাম পঞ্চায়েত। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয়ে গেল জোরদার প্রচার। প্লাস্টিক দূষণ নিয়ে সচেতনতা বাড়াতে মাটির ভাঁড়ে চা খাওয়ানো হল গ্রামবাসীদের। বাউল গান ও লোকসংগীতের মাধ্যমেও চলল প্রচার। পঞ্চায়েতের অভিনব উদ্যোগে সাড়া পড়েছে গ্রামে। সীতাহাটি পঞ্চায়েতের প্রধান বিকাশ বিশ্বাস বলেন, “পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনের পরই আমরা বেশকিছু কর্মসূচি নিয়েছি। তারমধ্যে অন্যতম এলাকাকে প্লাস্টিকমুক্ত করা। স্বাস্থ্যসচেতনতা ও পরিবেশরক্ষার উদ্দেশ্যেই পঞ্চায়েত থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।” বছরভর চলবে প্রচার। 

[ তিস্তা বাঁচাতে বনভোজনের স্থানবদল, পাখির টানেই ভিড় পর্যটকদের]

Advertisement

মঙ্গলবার কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর বাসস্ট্যান্ড থেকে এই অভিনব প্রচার কর্মসূচি শুরু করল সীতাহাটি গ্রাম পঞ্চায়েত। ভাগীরথী তীরবর্তী উদ্ধারণপুর বাজারে রয়েছে বেশকিছু চা ও খাবারের দোকান। পঞ্চায়েতের পক্ষ থেকে দোকান মালিকদের বলা হয়, চা বা খাবার বিক্রির সময়ে যেন প্লাস্টিক ব্যবহার করা না হয়। শুধু বর্ধমানই নয়, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম থেকেই অনেকেই আবার মৃতদেহ দাহ করতে আসেন উদ্ধারণপুরের প্রাচীন শ্মশানে। উদ্ধারণপুর থেকে বিভিন্ন রুটে বাস চলে, আছে ফেরিঘাটও। স্বাভাবিক কারণেই এই এলাকার দিনভর লোকজনের আনাগোনা লেগেই থাকে। তাই প্লাস্টিক বর্জন কর্মসূচির জন্য এই জনবহুল এলাকাটিকেই পঞ্চায়েত বেচে নিয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত অভিনব প্রচার রীতিমতো সাড়া পড়েছে উদ্ধারণপুরে। খুশি সাধারণ মানুষ।

ছবি: জয়ন্ত দাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement