Advertisement
Advertisement
Union Minister Smriti Irani

ঠাসা দলীয় কর্মসূচির মাঝে মাছে-ভাতে মধ্যাহ্নভোজ স্মৃতি ইরানির, কী ছিল মেনুতে?

ভাতের থালা এনে দেওয়ামাত্রই বললেন, "এই ডালটা দে!"

Union Minister Smriti Irani had lunch with hilsa at Howrah । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 13, 2023 8:37 pm
  • Updated:September 13, 2023 8:37 pm  

অরিজিৎ গুপ্ত: ঠাসা দলীয় কর্মসূচির মাঝে মাছে-ভাতে ভুরিভোজ সারলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মাটিতে পাত পেড়ে বসে খেলেন তিনি। বাড়ির মতো চেয়ে চেয়ে খেলেন স্মৃতি। ভাতের থালা এনে দেওয়ামাত্রই বললেন, “এই ডালটা দে!”

বুধবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী গৃহ সম্পর্ক অভিযান উপলক্ষে দক্ষিণবাড়িতে যান। সেখানে বিজেপি কর্মী পলাশ মালিকের বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ। কেন্দ্রীয় মন্ত্রীর জন্য এলাহি আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, পটল চিংড়ি, শুক্তো, সর্ষে ইলিশ, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। শেষপাতে খেলেন মিষ্টিও।

Advertisement

[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]

পলাশ তফসিলি সম্প্রদায়ের মানুষ। বিজেপি কর্মীর পরিবারের মহিলা সদস্যরা রান্নাবান্নায় অংশ নেন। স্মৃতি ইরানি বাড়িতে বসে তৃপ্তি ভরে খাওয়াদাওয়া করায় অত্যন্ত খুশি ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজন। তৃণমূল অবশ্য স্মৃতি ইরানির মধ্যাহ্নভোজের সমালোচনায় ব্যস্ত। “এসবই লোক দেখানো” বলেই কটাক্ষ ঘাসফুল শিবিরের।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: অভিষেককে ইডি জিজ্ঞাসাবাদ পর্বেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, #ABJhukegaNehi]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement