Advertisement
Advertisement

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ, রাজ্যে এসে বললেন হর্ষ বর্ধন

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, নরেন্দ্র মোদির ‘সবকা বিকাশ’ সারা দেশে হলেও পশ্চিমবঙ্গে তা হচ্ছে না৷

Union minister Harsh Vardhan is confident about BJP’s win in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2017 3:47 am
  • Updated:May 5, 2017 3:47 am  

স্টাফ রিপোর্টার, বিধাননগর: পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ তৈরি হয়েছে৷ রাজ্যে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন৷ বৃহস্পতিবারের অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে জোয়ার এসেছে তাই দিল্লি পুরসভা দখল করেছে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, তিনি জ্যোতিষী নন, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যায় পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা একশো শতাংশ৷

[‘পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলে এত ঔদ্ধত্য? লজ্জা হয় আমার’]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন দেশের কাছে রোল মডেল৷ তাঁর হাত ধরেই সারা দেশে বিকাশ হচ্ছে বলে এদিন জানান হর্ষ বর্ধন৷ প্রধানমন্ত্রীর এই বিকাশ মডেল যে দেশের মানুষ গ্রহণ করছেন তা নির্বাচনের ফলাফলগুলি দেখেই প্রমাণিত হচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে কেন্দ্রীয় মন্ত্রী এদিন অভিযোগ করেন নরেন্দ্র মোদির ‘সবকা বিকাশ’ সারা দেশে হলেও পশ্চিমবঙ্গে তা হচ্ছে না৷ পশ্চিমবঙ্গকেও এই বিকাশের আওতায় আনতে হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ শুধু কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের কথাই নয়, এদিন বিজেপির সংগঠন নিয়েও মুখ খোলেন হর্ষ বর্ধন৷ তিনি বলেন, বিজেপি ক্যাডার ভিত্তিক দল৷ সংগঠন না বাড়িয়ে বিজেপি নির্বাচনে মনোযোগ দেয় না৷ এই জনভিত্তি তৈরির কাজ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ পাচ্ছেন এ রাজ্যের মানুষ৷

Advertisement

[ঝড়ের পূর্বাভাস দিতে উত্তরবঙ্গে রেডার বসানোর ভাবনা]

এদিন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন বা ‘ন্যাটমো’র একটি ভবনের উদ্বোধন হয় সল্টলেকের সেক্টর ফাইভে৷ ন্যাটমো একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা৷ যারা মূলত ম্যাপ বা মানচিত্র তৈরি করে৷ দৃষ্টিহীনরা যাতে মানচিত্র দেখতে পান সেজন্য এদিন ব্রেইল পদ্ধতিতে মানচিত্রের একটি বই বের করে সংস্থা৷ ন্যাটমোর ডিরেক্টর তপতী বন্দ্যোপাধ্যায় বলেন, শহরের নাগরিকদের সুবিধার্থে কোথায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কোথায় পুলিশকে পাওয়া যাবে সেরকমই একটি মানচিত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement