Advertisement
Advertisement

Breaking News

বাবুল

করোনা আক্রান্ত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক, কোয়ারেন্টাইনে বাবুল-নিশীথ-সৌমিত্র-জগন্নাথ

করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে বঙ্গ বিজেপির অন্দরে।

Union Minister Babul Supriyo is in self isolation, Other minister too.
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 2, 2020 7:09 pm
  • Updated:August 2, 2020 7:23 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রবিবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। এতেই সংক্রমণের আতঙ্ক জাঁকিয়ে বসেছে বঙ্গ বিজেপির (BJP) অন্দরে। কারণ, সম্প্রতি একাধিক সাংসদ ও মন্ত্রী দেখা করেছিলেন শাহের সঙ্গে।

জানা গিয়েছে, অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট জানার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে কেন্দ্রীয় মন্দ্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan), সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তবে আপাতত কারও কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত কোনও রকম উপসর্গ দেখা দেয় কি না, তা দেখে করোনা পরীক্ষা করাবেন বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন করেছিলেন বাবুল সুপ্রিয়, জগন্নাথ সরকার-সহ একাধিক মন্ত্রী, সাংসদ। শুক্রবার রাজ্যে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কোচবিহার ও বিষ্ণুপুরের সাংসদ। ফলে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে শুধু বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক ও সৌমিত্র খাঁ বা জগন্নাথবাবুই নন, বঙ্গ বিজেপির আরও কয়েকজন সংস্পর্শে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একই ভাবে শেষ কয়েকদিনে অমিত শাহের সংস্পর্শে আসা সাংসদ-মন্ত্রীদের সঙ্গে মিশেছেন বহু মানুষও।   

Advertisement

[আরও পড়ুুন: জমি বিবাদ মেটাতে সালিশি সভায় হামলা, সুন্দরবন এলাকায় বোমা-গুলিতে মৃত ১]

প্রসঙ্গত, রবিবার দুপুরে নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দেন অমিত শাহ। লেখেন, “কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।” একইসঙ্গে, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে পরীক্ষাও করানোর পরামর্শ দিয়েছেন।

[আরও পড়ুুন: সাউন্ড সিস্টেমের দোকানে দেদার বিকোচ্ছে ব়্যাপিড টেস্ট কিট! শোরগোল শিলিগুড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement