রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাংলায় শিল্পের পরিবেশ নেই বলে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। এবার সেই একই অভিযোগের সুর শোনা গেল গেরুয়া শিবিরের গলাতেও। বাংলায় বিনিয়োগ না হওয়ার নেপথ্যে হিংসার পরিবেশকেই দায়ী করলেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। ভারচুয়াল সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বারবার বিজেপি নেতানেত্রীরা অভিযোগ করেছেন, বাংলায় নাকি গণতন্ত্র নেই। সে কারণে গেরুয়া শিবিরের নেতানেত্রীরা হেনস্তার শিকার হয়। কখনও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠেছে মারধরের অভিযোগ। আবার কখনও পুলিশের বিরুদ্ধে গেরুয়া শিবির তুলেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এবার ভারচুয়াল সভামঞ্চ থেকেও একই অভিযোগ তুলে আক্রমণ শানালেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, “রাজনৈতিক হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলায়। তাই এখানে বিনিয়োগ হচ্ছে না। তবে বাংলায় যাতে শিল্প আসে সেই চেষ্টা করছে কেন্দ্র।”
তবে এখানেই থেমে থাকেননি নির্মলা। কেন্দ্রের বিরুদ্ধে তোলা রাজ্যের বঞ্চনার অভিযোগেরও সাফ জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একেবারে খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, বঞ্চনার অভিযোগ ঠিক নয়। তিনি বলেন, “বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১.২৯ লক্ষ ইউনিট রয়েছে। ২ হাজার ৬১৪ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা পৌঁছে গিয়েছে রাজ্যের কাছে।” এছাড়াও আয়ুষ্মান প্রকল্প, কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বাংলার মানুষ রাজ্য সরকারের জন্যই বঞ্চিত বলেও দাবি করেন নির্মলা। এমনকী তাঁর অভিযোগ, রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র বাংলার সরকারের জন্যই। কারণ পরিযায়ী শ্রমিকদের তালিকাই নাকি কেন্দ্রের কাছে পাঠাতে পারেনি রাজ্য।
এছাড়াও বিজেপির রাজ্য নেতৃত্বর সুরে সুর মিলিয়ে করোনা ইস্যুতে বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন নির্মলা। রাজ্য সরকার পিপিই কিট থেকে উপযুক্ত কোয়ারেন্টাইন সেন্টার কোনও কিছুরই বন্দোবস্ত করেনি বলেই দাবি তাঁর। বাংলার সরকার পরিযায়ীদের রাজ্যে ফেরাতে রাজি ছিল না বলেও অভিযোগ নির্মলার। পরিযায়ী শ্রমিক-সহ ভিনরাজ্যে আটকে পড়াদের জন্য স্পেশ্যাল ট্রেনকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করোনা এক্সপ্রেস বলে কটাক্ষ করেছিলেন। এদিনের ভারচুয়াল সভায় সেই প্রসঙ্গও টেনে আনেন নির্মলা। এমন কথা মুখ্যমন্ত্রীকে মানায় না বলেই জানান তিনি। তবে এত অভিযোগের মাঝেও লাদাখ ইস্যুতে ডাকা প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের পাশে থাকার বার্তার প্রশংসাও করেন নির্মলা সীতারমণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.