সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আচমকাই এক অজানা জন্তুর হানা। গত দুদিনে জখম হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৮ জন। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি তাঁরা। আতঙ্কে কাঁটা ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েত ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষা পঞ্চায়েতের বাসিন্দারা।
ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েত ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষা পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ ওই অজানা জন্তুর হামলার শিকার। এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনা জেলা বনাধিকারিক মিলন মণ্ডল জানান, যে ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁদের সঙ্গে ডায়মন্ড হারবার রেঞ্জ বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা কথা বলেছেন।
জন্তুটি যে আসলে কি তা নিয়ে দ্বিমত রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং আক্রমণের শিকার হওয়া বাসিন্দাদের কারও মতে জন্তুটি বাঘরোল। কেউবা বলছেন, সেটি আসলে শিয়ালের মতো দেখতে কোনও জন্তু। আহতদের ক্ষতস্থান খতিয়ে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গোল্ডেন জ্যাকেল বা শিয়াল প্রজাতির কোনও জন্তুর আক্রমণের শিকার হয়েছেন তাঁরা। তিনি জানান, জন্তুটিকে ধরতে আলাদা আলাদা জায়গায় দুটি খাঁচা পাতা হয়েছে। দিনরাত বনকর্মীরা এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত জন্তুটিকে খাঁচাবন্দি করা যায়নি। আর না ধরা পর্যন্ত জন্তুটির পরিচয় জানাও কঠিন বলেই মনে করছেন বনকর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.