ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। আন্তর্জাতিক যুব দিবসে রাজ্যের যুব সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বুধবার টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণে ইতিমধ্যে সরকার কর্মসাথী প্রকল্প নিয়েছে। তার জেরে বহু মানুষ ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। এই প্রকল্পে মূলত এক লক্ষ বেকার যুবক-যুবতীকে ঋণ দেওয়া হয়। ব্যবসা করে যাতে তাঁরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই উদ্দেশ্যেই এইভাবে ঋণ নেওয়ার ব্যবস্থা করেছে সরকার। তাদের মূল লক্ষ্য, বেকার সমস্যার দ্রুত সমাধান করা। এ কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী লিখেছেন, “গোটা দেশে যখন বেকারত্ব কমার হার ২৪ শতাংশ। সেখানে বাংলায় তার হার ৪০ শতাংশ। অর্থাৎ বাংলায় বেকারত্ব দ্রুত কমছে। বাংলার যুবক–যুবতীরা নানা সময় দেশকে পথ দেখিয়েছে। সেই কাজ আগামিদিনেও তারা করবে বলে আমার বিশ্বাস।”
Today is #InternationalYouthDay. #GoWB is committed to empowering the youth. A new scheme ‘Karma Sathi Prakalpa’ was launched by #Bengal Govt. One lakh unemployed youth will be provided soft loans and subsidies to make them self-reliant. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) August 12, 2020
শুধু তাই নয়, দেশের যুবশক্তিকেও মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। নতুন প্রজন্মের উপর বিশ্বাস রেখে বলেছেন, “দেশের যুবশক্তিই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তারা প্রতিভাবান, দক্ষ ও কর্মঠ। তাদের স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবেই।”
When then the unemployment rate in India is at an all-time high of 24%, unemployment rate in #Bengal reduced by 40%. Youth of Bengal led the nation many times in the past and will continue to do so in the future (2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) August 12, 2020
We are proud of our youth. They are the future. The new generation will take our nation forward. The youth are talented, skilful, hardworking. Their dreams of today will become a reality tomorrow (3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) August 12, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.