Advertisement
Advertisement

Breaking News

শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ

কোনও হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

Under-construction flyover collapses in Siliguri
Published by: Tanujit Das
  • Posted:August 11, 2018 12:14 pm
  • Updated:August 11, 2018 12:14 pm  

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: কলকাতায় নির্মীয়মান বিবেকানন্দ সেতু ভাঙার স্মৃতি এখনও দগদগে অনেকের মনে৷ তেমনই আরও একটি নির্মীয়মান চারলেনের উড়ালপুল ভেঙে পড়ল শিলিগুড়ির ঘোষপুকুরে৷ কোনও হতাহত না হলেও, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷ অভিযোগ উঠছে, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে৷ নিম্নমানের মাল-মশলা ব্যবহার করে উড়ালপুলটি তৈরি হচ্ছিল বলে সুর চড়িয়েছেন এলাকার বাসিন্দারা৷

[স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম]

Advertisement

জানা গিয়েছে, ওই চারলেনের উড়ালপুলটি আসলে এশিয়ান হাইওয়ের সঙ্গে ৩১ নম্বর জাতীয় সড়কের সংযোগ স্থাপনের জন্য নির্মিত হচ্ছিল৷ কাজ চলছিল জোড়কদমে৷ কিন্তু শনিবার ভোর রাতে বিপত্তি ঘটে৷ ভেঙে পড়ে উড়ালপুলটি৷ আশপাশের বাসিন্দারা জানান, ঘুমন্ত অবস্থায় হঠাৎই তারা বিকট আওয়াজ শুনতে পান৷ বাইরে এসে দেখেন মাঝের অংশ থেকে ভেঙে পড়েছে উড়ালপুলটি৷ প্রথমে বোঝা যায়নি কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা৷ কিন্তু পরে জানা যায় তেমন কিছুই ঘটেনি৷ এরজন্য বাসিন্দার ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকে৷ কারণ, দুর্ঘটনার সময়ে উড়ালপুলটিতে কোনও কর্মী কাজ করছিলেন না৷

[কেরলের বন্যায় উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধারকাজে নামল নৌসেনা]

তবে বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভও উগড়ে দিয়েছেন এলাকাবাসী৷ তাঁদের স্পষ্ট অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে৷ যে সংস্থা নির্মাণের দায়িত্বে রয়েছে, তারাই নিন্মমানের মাল-মশলা ব্যবহার করেছে বলে তোপ দেগেছেন তাঁরা৷ ইতিমধ্যে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ৷ সেখানে পৌঁছানোর কথা রয়েছে জেলাশাসক জয়সী দাশগুপ্ত-সহ ইঞ্জিনিয়ারদের৷ সূত্রের খবর, তলব করা হয়েছে ঠিকাদার সংস্থাকে৷ নির্মাণকার্যে এলাকার অনেকেই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কলকাতায় বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার সঙ্গে৷ আশঙ্কা প্রকাশ করে তাঁরা বলছেন, ‘ভাগ্যিস তখন কোনও শ্রমিক কাজ করছিল না৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement