Advertisement
Advertisement

Breaking News

আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে কুপিয়ে খুনের চেষ্টা মামার

আশঙ্কাজনক অবস্থায় শিশুটি ভরতি হাসপাতালে।

Uncle tries to kill nephew in Nadia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2018 1:22 pm
  • Updated:August 24, 2018 5:07 pm  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: আইসক্রিমের লোভ দেখিয়ে ন’বছরের ভাগ্নেকে কুপিয়ে খুনের চেষ্টার করল মামা! আশঙ্কাজনক অবস্থায় শিশুটি ভরতি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটায়। পুলিশের দাবি, পারিবারিক অশান্তির কারণে ভাগ্নেকে খুন করার চেষ্টা করেছিল মামা। অভিযুক্ত পলাতক।

[যুবক খুনের জেরে ধুন্ধুমার দুর্গাপুরে, পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী]

Advertisement

আক্রান্ত ভাগ্নের নাম রাহুল মল্লিক। তার দূর সম্পর্কের মামা সুরজিৎ বিশ্বাস। দু’জনেরই বাড়ি নদিয়ার হরিণঘাটার শিমুলপুকুর এলাকায়। রাহুলের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে  ওই শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সুরজিৎ। এরপর বাড়ির কাছে কলাবাগানে নিয়ে গিয়ে রাহুলের গলার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন তিনি। ন’বছরের শিশুটির চিৎকার ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যান অভিযুক্ত মামা। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাহুল মল্লিককে নিয়ে যাওয়া হয় কল্যাণীর এমজেএন হাসপাতালে। পরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। এখন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন সে। চিকিৎসক জানিয়েছেন, রাহুলের গলার আঘাত গুরুতর। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় হরিণঘাটা থানায় মামা সুরজিৎ বিশ্বাসের নামে এফআইআর করেছেন আক্রান্ত শিশুটির পরিবার। অভিযুক্ত পলাতক।

[মহিলার নাম নিয়ে নার্সিংহোমে যোগ পুরুষ ভুয়ো চিকিৎসকের, প্রতারণা করে উধাও]

কিন্তু, ভাগ্নেকে কেন নৃশংসভাবে খুন করার চেষ্টা করল মামা? হরিণঘাটা থানার পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সুরজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে রাহুল মল্লিকের পরিবারের বিবাদ চলছিল। সম্ভবত পারিবারিক অশান্তির কারণেই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

[১৪ বছরের প্রতীক্ষার অবসান, কমিউনিকেশন সিগন্যালিং সিস্টেম চালু বালুরঘাট স্টেশনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement