Advertisement
Advertisement

Breaking News

Uluberia

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ছিনতাই, মারধর! চাঞ্চল্য উলুবেড়িয়ায়

বাধা দেওয়া হলে মারধর করা হয় যাত্রীদের।

Uluberia man beaten while returning from wedding ceremony

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 30, 2024 4:41 pm
  • Updated:May 30, 2024 4:41 pm  

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: বিয়েবাড়ি থেকে ফেরার পথে কনেযাত্রীদের উপর লুঠপাট চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড় এলাকায়। ছিনতাইয়ের পাশাপাশি মারধর ও গাড়িতে ভাঙচুরেরও অভিযোগও উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়েবাড়ি থেকে কনেযাত্রীর একটি দল অটো করে পাঁচলায় ফিরছিলেন। দলে বেশ কয়েকজন থাকায় দুটি অটো ভাড়া করেন অভিযোগকারীরা। কিছুদূর যাওয়ার পর নরেন্দ্র মোড়ের কাছে দুষ্কৃতীর একটি দল অটো দুটিকে দাঁড় করায়। এর পরেই দুষ্কৃতীরা কনেযাত্রীর দলে থাকা মহিলাদের থেকে সোনার গয়না, মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘আর উদ্বাস্তু হয়ে থাকতে হবে না’, CAA-তে নাগরিকত্ব পেয়ে উচ্ছ্বসিত নদিয়ার মণ্ডল পরিবার]

দলের বাকি সদস্যরা বাধা দিলে মারধর করা হয় তাঁদের। ছাড়া হয়নি মহিলাদেরও। এমনকী একটি অটোতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনা স্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অজ্ঞাত পরিচিতদের  বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

[আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে নয়, এবার কর্তব্য পথে শপথের পরিকল্পনা মোদির! আগেভাগে চূড়ান্ত দিনক্ষণও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement