Advertisement
Advertisement

Breaking News

Eastern Railway

সোদপুর-আগরপাড়ার মাঝে রেল পোস্টে ধাক্কায় আহত দুই যুবক, কিছুক্ষণ ব্যাহত রেল পরিষেবা

আহতদের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Two youths were injured after being hit by a railway post in Agarpara service interrupted for a while

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:March 24, 2024 10:24 am
  • Updated:March 24, 2024 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত সকালে রেল দুর্ঘটনা। সোদপুর-আগরপাড়া স্টেশনের মাঝে ওই দুর্ঘটনা ঘটেছে। সোদপুর (Sodepur) স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশনে ঢোকার আগে রেললাইনের ধারের পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন দুই যুবক। তাঁদের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে (panihati state general hospital)  নিয়ে যাওয়া হয়েছে। আহতদের নাম এখনও জানা যায়নি। তাঁদের হাত ও মুখে মারাত্মক চোট লেগেছে।

জানা গিয়েছে, টিটাগর স্টেশন থেকে ট্রেনে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক। দাঁড়িয়েছিলেন গেটেই। ট্রেন সোদপুর স্টেশন ছাড়ার কিছু পরে রেললাইন লাগোয়া এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়ে ওই দুই যুবক। রেলের আধিকারিকদের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্বার করে নিয়ে যাওয়া হয়। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।

Advertisement

[আরও পড়ুন : বৈধ টিকিট থাকা সত্ত্বেও উঠতে দেওয়া হল না ট্রেনে, হরিদ্বারে চরম ভোগান্তি বাঙালি পরিবারের]

তবে স্থানীয় বাসিন্দাদের অন্য মত। তাঁদের অভিযোগ এই পোস্টে একটি লোহার বস্তু ঝোলানো অবস্থায় আছে। যা মাঝে মাঝেই ট্রেনের দরজার সামনে চলে যায়। যার ধাক্কায় আহত হন অনেকেই। স্থানীয় বাসিন্দা সুজয় মণ্ডল জানান, “এই পোস্টে লোহার একটা বস্তু আছে। তাতে মাঝে মধ্যেই অনেকে আহত হয়। আজ এই যুবকরা আহত হয়েছেন।”

[আরও পড়ুন : গাড়ির ভিতর লক্ষ-লক্ষ টাকা, ভোটের মুখে বিপুল নগদ উদ্ধার কোলাঘাটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement