Advertisement
Advertisement

Breaking News

মন্দারমণিতে স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন দুই যুবক

মৃত দু'জনেই হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা।

Two youth of Howrah district died in Mandarmani
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 10:40 am
  • Updated:May 28, 2017 10:40 am  

রঞ্জন মহাপাত্র: সমুদ্রে স্নান করতে গিয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটল মন্দারমণিতে। প্রবল ঢেউয়ে সমুদ্রের জলে তলিয়ে গিয়েই মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম শিবম আগরওয়াল(১৯) ও মহেশ ভাঁইয়া(১৯)। মৃতেরা দু’জনেই হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা।

[বড়সড় জঙ্গি হামলা রুখল সেনার শিখ ব্যাটেলিয়ন, নিকেশ অনুপ্রবেশকারী]

জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিন বন্ধু মিলে মন্দারমণি বেড়াতে যান। সকাল সাড়ে ৮ টা নাগাদ তাঁরা সমুদ্রের পাড়ে আসেন। তিনজনের মধ্যে দু’জন তখনই স্নান করতে নামেন। স্থানীয়রা বারণ করলেও ওই দুই যুবক তা শোনেননি। এরপরেই একটি বড় ঢেউয়ের আঘাতে দু’জনে দু’দিকে ছিটকে পড়েন। বিপদ আঁচ করতে পেরে পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধুটি চিৎকার করতে শুরু করে। তাঁর চিৎকার শুনেই স্থানীয় মানুষ ও কোস্টাল গার্ডরা ছুটে আসেন। স্পিড বোট নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজনকে খুঁজে পাওয়া যায়নি। আহত অবস্থায় ওই যুবককে বড়রানকুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর কিছুক্ষণ পরে তলিয়ে যাওয়া অপর যুবকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

Advertisement

[জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের!]

গোটা ঘটনায় হাওড়ার গোলাবাড়ি এলাকার দুই বাড়িতেই নেমে এসেছে শোকের ছায়া। গোটা এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে মন্দারমণির স্থানীয় বাসিন্দাদের দাবি, বারণ সত্ত্বেও ওই দুই যুবক কারও কথা শোনেননি। ওই সময় জোয়ার থাকায় সমুদ্রে ঢেউ বেশি ছিল। তবুও তাঁরা নাছোড় মনোভাব দেখিয়ে সমুদ্রে স্নান করতে নামে। যার জেরে এই মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যে চারিদিকে সতর্কতা জারি করা হয়েছে। তবে এই ঘটনায় ফের একবার মন্দারমণি মতো জায়গার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

[সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement