Advertisement
Advertisement
Nadia

রেললাইনে বসে ভিডিও গেম খেলার সময় অঘটন, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ যুবক

দিনকয়েক আগে ট্রেনের ধাক্কায় ঠাকুরনগরে প্রাণ যায় আরেক মহিলার।

Two youth killed by train while playing video game on railway track in Nadia । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 18, 2023 2:25 pm
  • Updated:November 18, 2023 2:53 pm  

সুব্রত বিশ্বাস: হাতে মোবাইল। কানে ইয়ারফোন। রেললাইনে বসে ভিডিও গেমে ব্যস্ত দুই যুবক। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তাঁদের। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের পর নদিয়ার নাকাশিপাড়ার এই ঘটনায় নামল শোকের ছায়া।

নিহত সাবির শেখ এবং সাহিল শেখ। তাঁরা দুজনেই নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় লোহাগাছা রেলগেটের কাছে বসেছিলেন। দুজনের হাতে ছিল মোবাইল। কানে ছিল ইয়ারফোন। ভিডিও গেম খেলার সময় আচমকা চলে আসে লালগোলাগামী ধনধান্য এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দুজনের দেহ। স্থানীয়দের দাবি, রেল কর্তৃপক্ষের নজর এড়িয়ে দেহ দুটি মৃতদের পরিজনেরাই উদ্ধার করেন। দেহ দুটি সমাধিস্থও করা হয়। যদিও বিষয়টি নজরে আসার পর রেল কর্তৃপক্ষ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement

[আরও পড়ুন: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে থাকবেন মোদি, পালটা তোপ তৃণমূলের]

এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। গত সোমবারই উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনের কাছে ওপার বাংলাগামী বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান এক তরুণী। তিনিও ইয়ারফোন গুঁজে যাওয়ার রেললাইন পারাপারের পথেই দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাকাশিপাড়ায় প্রাণহানি। রেলের তরফে সচেতনতা প্রচার কর্মসূচিতে আরও জোর দেওয়া উচিত বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বেহাল রাস্তা, অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement