পলাশ পাত্র, তেহট্ট: ফেসবুকে হিন্দু দেবদেবীদের নিয়ে বিতর্কিত পোস্ট। দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার তেহট্টে। ধৃতের মধ্যে একজন আবার কিশোর।
গত কয়েক দিন ধরে হিন্দু দেবদেবীদের সম্পর্কে একটি বিতর্কিত পোস্ট ঘুরছে ফেসবুকে। পুলিশ জানিয়েছে, ২ জুলাই সেই পোস্টটি নজরে পড়ে তেহট্টের কয়েকজন বাসিন্দার। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবার তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক জগন্নাথ ঘোষ। তাঁর বক্তব্য, ফেসবুকে দেবদেবীর নিয়ে এমন পোস্ট হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে। শুধু তাই নয়, হিন্দু দেবদেবীর নিয়ে অনেকেই আপত্তিকর কথাবার্তা বলছেন। ফলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। শনিবার রাতে মণি দফাদার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর রবিবার সকালে গ্রেপ্তার করা হয় রোহন শেখকে। রোহনের বয়স এখনও আঠেরো পেরোয়নি বলে জানা গিয়েছে।
ধৃতদের দু’জনেরই বাড়ি নদিয়ার তেহট্টে। রোহন থাকে নওদাপাড়ায়, মণির বাড়ির দফাদার পাড়ায়। তদন্তকারীরা জানিয়েছেন, ফেসবুকে হিন্দু দেবদেবীর নিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন মণি। আর সেই পোস্টটি নিজের অ্যাকাউন্ট শেয়ার করে রোহন। রোহনের বিচার হবে কৃষ্ণনগরের জুভেনাইল আদালতে। আর মণি দফাদারকে তোলা হবে তেহট্ট আদালতে। এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে নদিয়ার তেহট্টে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.