Advertisement
Advertisement
Two tribal women allegedly tortured in Malda

চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে ‘মার’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির

গেরুয়া শিবিরকে পালটা জবাব তৃণমূলের।

Two tribal women allegedly tortured in Malda । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:July 22, 2023 11:34 am
  • Updated:July 22, 2023 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধর। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী মালদহের বামনগোলা। এই ঘটনাকে হাতিয়ার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। একের পর এক টুইট খোঁচা গেরুয়া শিবিরের। তাদের পালটা জবাব তৃণমূলের।

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের টুইটে জানান, গত ১৯ জুলাই মালদহের পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে অকথ্য অত্যাচার করা হয়। নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেও অভিযোগ বিজেপি নেতার। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না, সেই প্রশ্নও করেন অমিত মালব্য।

Advertisement

[আরও পড়ুন: এনআরএস হাসপাতালে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি রোগী ও তাঁদের পরিবারের]

এই ঘটনায় টুইটে খোঁচা দিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাংলার নারীরা কী এই ধরনের আচরণের যোগ্য, প্রশ্ন তাঁর।

এই ঘটনায় কেন নীরব মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

তবে তৃণমূলের দাবি, ঘটনা সত্যি হলে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলেই মত শশী পাঁজার।

[আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য পদে প্রাক্তন IPS-কে নিয়োগ রাজ্যপালের, বিতর্কের ঝড়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement