Advertisement
Advertisement

Breaking News

Bakkhali

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিপত্তি, বকখালির সমুদ্রে ডুবে মৃত্যু ২ যুবকের

তপসিয়ার পাঁচ বন্ধু বেড়াতে গিয়েছিলেন, স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে ২ জন তলিয়ে যান।

Two tourists from Kolkata died after drowning into the sea in Bakkhali

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 11, 2024 7:45 pm
  • Updated:August 11, 2024 8:15 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বন্ধুদের সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল কলকাতার দুই যুবকের। দীর্ঘ তল্লাশির পর সমুদ্র থেকে উদ্ধার হল তাঁদের মৃতদেহ। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত যুবকদের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় সৈকতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আতঙ্কিত পর্যটকরা।

উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দুই পর্যটকের দেহ। নিজস্ব চিত্র।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে কলকাতার (Kolkata) তপসিয়া থেকে ৫ বন্ধুর একটি দল বকখালিতে বেড়াতে এসেছিল। রবিবার দুপুরের সময় ৫ জন স্নান করতে নামেন বকখালির (Bakkhali)সমুদ্রে। সেই সময় সমুদ্রের উত্তাল ছিল। ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যেতে থাকেন দুই বন্ধু। তা দেখে শোরগোল পড়ে যায় সমুদ্রসৈকত জুড়ে। বাকি বন্ধুরা বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ প্রশাসন এবং ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী।

Advertisement

[আরও পড়ুন: আর জি কর হত্যাকাণ্ড: মৃতার বাড়িতে কামদুনির প্রতিবাদীরা, পাশে থাকার আশ্বাস]

উপকূল রক্ষী বাহিনী হোভারক্রাফট নিয়ে তল্লাশি শুরু করে। বাহিনী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর সন্ধেবেলা বকখালির সমুদ্র থেকে উদ্ধার হয় নিখোঁজ ২ পর্যটকের মৃতদেহ (Deadbody)। জানা গিয়েছে, মৃত দুজনের নাম মিজান মহসিন ও আমন আলি। মিজানের বয়স ১৯ বছর, আমন আলি ১৮ বছরের। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তাঁদের পরিবারে খবর দেওয়া হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বকখালি পর্যটন কেন্দ্র জুড়ে।

[আরও পড়ুন: RG Kar: সুপার বদলেও অব্যাহত অচলাবস্থ! এবার দেশজুড়ে কর্মবিরতিতে চিকিৎসক সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement