দেবব্রত মণ্ডল, বারুইপুর: ঝড়খালিতে বিজেপি নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় জারি পুলিশি ধরপাকড়। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। ধৃতরা সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শুক্রবার তাদের আলিপুর আদালতে তোলার কথা।
ঝড়খালি (Jharkhali) ৪ নম্বর মণ্ডল সহ সভাপতি বিমল মণ্ডল বৃহস্পতিবার সকালে বাইক চালিয়ে বাজারে যাচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল নেতা বিধান বাইন ও দিলীপ মণ্ডলের নেতৃত্বে জনাপঞ্চাশ দলীয় কর্মী সমর্থক তাঁর বাইক কেড়ে নেয়। রাস্তায় ফেলে বিজেপি নেতার বুকে ও পেটে লাথি মারা হয়। পাকস্থলীতে গুরুতর আঘাত লাগে। তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে ভরতি করা হয়।
এই ঘটনার পরই ঝড়খালি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার গভীর রাতে দুই মূল অভিযুক্ত বিধান বাইন ও দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। এখনও বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি।
আহত ওই বিজেপি (BJP) নেতাকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান অগ্নিমিত্রা পল। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জখম বিজেপি নেতা এবং তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, রাজ্যের শাসকদলের কর্মী সমর্থকদের ভয়ে দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন জখম বিজেপি নেতা। পুলিশের আশ্বাস পর এলাকায় ফিরেছিলেন। আর তারপরই তাঁকে মারধর করা হয়। বিজেপি নেতার পরিবারের লোকজনদেরও হুমকি দেওয়া হচ্ছে। বাড়ি ফিরলেই তাঁদের উপর হামলা চালানোর সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তাই ভয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারছেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.