Advertisement
Advertisement

গভীর রাতে শুটআউট, আলিপুরদুয়ার ও রায়গঞ্জে খুন ২ তৃণমূল কর্মী

অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে৷

Two TMC worker shot dead

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:January 23, 2019 12:25 pm
  • Updated:January 23, 2019 12:25 pm  

রাজকুমার ও শংকর রায়: রাজ্যে একের পর এক শুটআউট৷ গুলি চলল আলিপুরদুয়ার এবং ডালখোলায়৷ দুটি পৃথক ঘটনায় প্রাণহানি হয়েছে দু’জনের৷ নিহতেরা তৃণমূল কর্মী বলেই পরিচিত৷ মৃতদের পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের ঘটনায় জড়িত৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ গেরুয়া শিবিরের পালটা দাবি, দলীয় গোষ্ঠীকোন্দলেই প্রাণহানি হয়েছে তাঁদের৷

[পুত্র সন্তান হয়নি, ১৩ দিনের শিশুকন্যাকে খুনের অভিযোগ মা-বাবার বিরুদ্ধে]

মঙ্গলবার সন্ধেবেলায় বাড়িতেই ছিলেন আলিপুরদুয়ারের তপসিখাতার বাসিন্দা তুষার বর্মন৷ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিতি তিনি৷ আচমকাই একটি ফোন আসে৷ তুষার জানতে পারেন বাড়ির অদূরেই তাঁর জেঠতুতো দাদাকে বেশ কয়েকজন মারধর করছে৷ কেন মারধর করা হচ্ছে, সে বিষয়ে কিছুই তখনও জানতে পারেননি তিনি৷ দাদাকে বাঁচাতে হবে, এই ভেবেই বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েন৷ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই দুষ্কৃতীরা তুষারকে আক্রমণ করে৷ চলে বেশ কয়েক রাউন্ড গুলিও৷ শীতের রাতে গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা৷ ভয়ে ভয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে তাঁরা দেখেন রাস্তার মাঝেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তুষার৷ তাঁর মাথায় গুলি লেগেছে৷ তবে ততক্ষণে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে৷ তুষারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ চিকিৎসকরা জানান, মারা গিয়েছেন তুষার৷ মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় উপপ্রধানের নির্দেশে দুষ্কৃতীরা এত বড় কাণ্ড ঘটিয়েছে৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

Advertisement

[মা হারা হনুমান শাবককে পরম স্নেহে লালন করছে কিশোরী]

এদিকে, আলিপুরদুয়ারে শুটআউট কাণ্ডের রেশ কাটতে না কাটতেই গুলি চলে উত্তর দিনাজপুরের ডালখোলার চাকুলিয়া ব্লকের সূর্যাপুর গ্রাম পঞ্চায়েতের হাসান গ্রামে৷ মৃত্যু হয়েছে ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবোধ বাইনের৷ মঙ্গলবার হাসান গ্রামে একটি অনুষ্ঠান চলছিল৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অনুষ্ঠান দেখে ফেরার সময় বাইকে করে আসা বেশ কয়েকজন দুষ্কৃতী সুবোধের পথ আটকায়৷ তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলে গুলি৷ ঘটনাস্থলেই মারা যান বছর পঞ্চান্নর সুবোধ৷ বুধবার সকালে নিহতের পরিজনদের সঙ্গে দেখা করেন মন্ত্রী গোলাম রব্বানি৷ তাঁর দাবি, বিজেপি নেতৃত্বই পরিকল্পনামাফিক সুবোধ বাইনকে গুলি করে খুন করিয়েছে৷ এই ঘটনার তদন্তে নেমেছে ডালখোলা থানার পুলিশ৷ তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement