Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

কেশপুরে তিরবিদ্ধ দুই তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের৷

Two TMC supporters allegedly sticked by arrows in Keshipur
Published by: Tanujit Das
  • Posted:May 5, 2019 4:44 pm
  • Updated:May 5, 2019 4:44 pm  

সম্যক খান, মেদিনীপুর: দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তিরবিদ্ধ হয়ে গুরুতর জখম দুই তৃণমূল কর্মী৷ চাঞ্চল্য কেশপুরে৷ ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে জেলার তৃণমূল নেতৃত্ব৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁদের অভিযোগ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আহতদের পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে৷

[ আরও পড়ুন: ‘প্রতিটা ইলেকশনে নতুন অপারেশন করি’, ভোটের আগে হুঁশিয়ারি অর্জুনের ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে দলীয় কার্যালয় থেকে নির্বাচনের কাজ মিটিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দুই তৃণমূল কর্মী সঞ্জীব নায়েক ও সাহাবুদ্দিন আলি৷ রাত নটা নাগাদ কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর থানার মাহারজ পুর এলাকায়, তাঁদের লক্ষ্য করে তির ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী৷ একজন হাতে ও অন্যজন কাঁধে তিরবিদ্ধ হন৷ রক্তাক্ত অবস্থায় বাইক থেকে মাটিতে পড়ে যান দু’জনে৷ তাঁদের গোঙানোর আওয়াজ শুনে সেখানে ছুটে আসেন আশপাশের মানুষজন৷ খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে৷ এবং গুরুতর জখম অবস্থায় সঞ্জিব ও সাহাবুদ্দিনকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর, তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[ আরও পড়ুন: মাওবাদী দমনে ব্যর্থ, গড়চিরৌলির প্রসঙ্গ টেনে মোদিকে তোপ মমতার ]

মেদিনীপুর জেলার শীর্ষ তৃণমূল নেতা নির্মল ঘোষের অভিযোগ, ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে৷ তাঁরাই দুষ্কৃতীদের দিয়ে এই কাজ করেছে৷ নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করাই গেরুয়া শিবিরের লক্ষ্য৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই জেলা বিজেপি নেতারা৷ তাঁদের পালটা দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল৷ এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই৷ নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় স্বভাবতই আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের৷ নির্বাচন শুরুর আগেই এমন ঘটনা হলে, দিনের দিন কী হবে, তা ভেবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর৷ যদিও প্রশাসনের তরফে ভয় না পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভোটারদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement