Advertisement
Advertisement

সিরিয়ালে অভিনয়ের শখ, স্কুল থেকে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ২ নাবালিকা

জেরার পর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের৷

Two student rescue from Canning

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:March 11, 2019 7:20 pm
  • Updated:March 11, 2019 7:30 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রতিদিন সন্ধ্যায় টিভির সামনে বসে পড়েন পাড়া প্রতিবেশী। আর তা দেখতে দেখতে তাঁরা সারাক্ষণ সুখ্যাতি করেন সিরিয়ালের নায়িকাদের। তাই কিশোরীদের ইচ্ছা হয়েছে টিভিতে সিরিয়াল করার। যেমন ভাবনা তেমন কাজ। স্কুলের পোশাকেই স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে টিভি সিরিয়ালে অভিনয় করার জন্য। কিন্তু পরিচিতদের সৌজন্যে অবশেষে উদ্ধার হয় দুই নাবালিকা। পরে গোসাবা পুলিশের সহযোগিতায় তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়৷

[বারাকপুরে প্রার্থী হওয়া নিয়ে দীনেশ-অর্জুন কোন্দল, বিবাদ মেটাতে আসরে মমতা]

শনিবার স্কুলে যাওয়ার জন্য প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয় ওই দুই স্কুল ছাত্রী। দুজনেরই বাড়ি গোসাবা থানার সাতজেলিয়া এলাকায়। স্থানীয় হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তারা। স্কুলে না গিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় দুজনেই৷ তারা বলে, ‘‘শনিবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলাম আমরা। তারপর স্কুলে না গিয়ে জটিরামপুর খেয়া ঘাটে যাই। সেখান থেকে ভ্যানে করে যাই গোসাবা। নদী পেরিয়ে গদখালি যাই। ক্যানিংয়ের বাসে ওঠার সময় ধরা পড়ে যাই আমরা।’’ স্কুলের পোশাক দেখে সন্দেহ হয় বাসস্ট্যান্ডে জড়ো হওয়া বেশ কয়েকজনের৷ তারা ওই ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন৷ এরপর বাস থেকে নামিয়ে আটকে রাখা হয় একটি ঘরে। খবর দেওয়া হয় পুলিশকে। দুজনকে জিজ্ঞাসাবাদ  করে বাড়ির লোকজনের হাতে তুলে দেয় পুলিশ।

Advertisement

[পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়িতে, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]

পুলিশ জানতে পেরেছে, দুজনই অভাবী পরিবারের ছাত্রী। একজনের বাবা সুন্দরবনে মাছ ধরেন। অন্যজনের বাবা বাইরে কাজ করেন। পুলিশকে তারা জানায় সিরিয়ালে অভিনয় করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল৷ ওই ছাত্রীদের ব্যাগ থেকে পুলিশ একটি কম্বল, একটি থালা, জন্ম শংসাপত্র এবং আয়লা প্রকল্পে দেওয়া দু’টাকা কেজি দরের চাল উদ্ধার করেছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement