মনিরুল ইসলাম, হাওড়া: পুজোয় জামা কেনার জন্য জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল হাওড়ার আমতার তাজপুরের ২ পড়ুয়া। একজনের বয়স সবে ৯ পেরিয়েছে, অন্যজন দশম শ্রেণির ছাত্র। রাজ্যের পরিস্থিতি দেখেই জমানো টাকা দান করার ইচ্ছেপ্রকাশ করে তারা। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা সমস্ত ব্যবস্থা করে দেন। রবিবারই অনলাইনে ২০০০ টাকা দান করে ২ পড়ুয়া।
করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বে। রেহাই পায়নি এদেশও। সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে ২১ দিন দেশবাসীকে ঘরবন্দি থাকার আবেদন করেছেন তিনি। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গণপরিবহণ। বন্ধ স্কুল, কলেজ-কারখানা। খেলতেও যেতে পারছে না খুদেরা। এই পরিস্থিতিতে টানা বাবা-কাকাদের ঘরে দেখে পরিস্থিতির ভয়াবহতা কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল বছর ১৫-এর অঙ্কিত। টিভি দেখে সবটা না বুঝলেও আতঙ্ক গ্রাস করেছিল ছোট্ট অস্মিতাকে। তখনই এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর কথা মাথায় এসেছিল দুই খুদে পড়ুয়ার।
এরপর জামা কেনার জন্য জমানো টাকা ত্রাণ তহবিলে দেবে বাবাকে জানায় তারা। সন্তানদের মুখে একথা শুনে দ্বিতীয়বার ভাবেননি তিনি। দুই খুদের বাবা তাঁর ভাইকে জানান গোটা বিষয়টি। সঙ্গেসঙ্গে খোঁজখবর নেন তিনি। এরপর রবিবার অনলাইনে ত্রাণ তহবিলে জমানো ২ হাজার টাকা পাঠিয়ে দেয় খুদেরা। পরিবারের ছোট্ট সদস্যদের এই উদ্যোগে অভিভূত পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.