Advertisement
Advertisement
Sodepur

ক্লাবের হিসাব পেশের সময় তুলকালাম, সোদপুরে প্রকাশ্য রাস্তার মাঝে মারামারি দুপক্ষের

পরিস্থিতি সামাল দিতে এসে রীতিমতো বেগ পেতে হল পুলিশকে।

Two sides fight in a dispute between club meetings in Sodpur

দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে পুলিশ।

Published by: Suhrid Das
  • Posted:December 29, 2024 6:51 pm
  • Updated:December 29, 2024 7:04 pm  

অর্ণব দাস, বারাকপুর: ক্লাবের হিসাব পেশের বৈঠকে ধুন্ধুমার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার সোদপুরে। প্রকাশ্যেই দুপক্ষ জড়িয়ে পড়ল হাতাহাতিতে। ঘটনায় আহত হলেন দুপক্ষেরই বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে এসে রীতিমতো বেগ পেতে হল পুলিশকে।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে, পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সোদপুর প্রিয়নগর স্বপন স্মৃতি সংঘে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ক্লাবের সদস্যদের একটি বৈঠক ছিল। সেখানেই হিসাব পেশ করে ক্লাব কমিটি। তখনই অন্য পক্ষ সরব হলে বচসা শুরু হয়। দুপক্ষই উত্তেজিত হয়ে কথা বলতে থাকে। তারপরই বেঁধে যায় হাতাহাতি। একসময় ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় সংঘর্ষ শুরু হয়ে যায়।

Advertisement

ছুটির দিন সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মারধরের পাশাপাশি বেশ কয়েকজনের পোশাকও ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুপক্ষকেই ঝামেলা থেকে বিরত করার চেষ্টা হয়। কিন্তু প্রথম দিকে পুলিশের সামনে সেই বিবাদ চলতে থাকে। পুলিশ কর্মীরা দুপক্ষকেই থামানোর চেষ্টা করে। কোনওমতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দুপক্ষকেই থানায় ডেকে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। থানায় গিয়ে দুপক্ষ মীমাংসা করে নিয়েছে।

এনিয়ে স্থানীয় কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর দাদা ওয়ার্ড তৃণমূল সম্পাদক কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, “নিন্দনীয় ঘটনা। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে। কিন্তু কোনও পক্ষই কাউন্সিলর বা আমাদের কাছে জানায়নি।” এলাকাবাসীদের থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি পক্ষ ওই ক্লাব কমিটি নিজেদের দখল রেখেছে। মূলত এই নিয়েই অপর পক্ষের ক্ষোভ। এ দিনের বৈঠকে হিসাব পেশের সময় তারই বহিঃপ্রকাশ হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement