Advertisement
Advertisement

ফের স্ত্রী দখলের লড়াই, গরুমারা জাতীয় উদ্যানে প্রাণ গেল গন্ডারের

গন্ডারটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে।

Two rhinoceros fought over having a fight, one died in Gorumara National Park | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 22, 2023 5:02 pm
  • Updated:August 22, 2023 5:02 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানে ফের স্ত্রী দখলের লড়াই। আর তার জেরেই দুই পুরুষ গন্ডারের সংঘর্ষে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের। সোমবার গন্ডারটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

সোমবার জঙ্গল টহলের সময় মৃত গন্ডারের দেহ বনকর্মীদের নজরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনাধিকারিকরা। ময়নাতদন্তের রিপোর্টে নিজেদের মধ্যে সংঘর্ষে গন্ডারটির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, বনকর্মীদের কাছে খাড়া সিং নামে পরিচিত বছর ৩৫-এর এই গন্ডারটির সঙ্গে এলাকায় ঢুকে পড়া একটি পুরুষ গন্ডারের বেশ কয়েকদিন ধরেই একটি স্ত্রী গন্ডারকে কেন্দ্র করে বিবাদ চলছিল। দ্বিতীয় গন্ডারটি কি অবস্থায় রয়েছে জানতে রাত পর্যন্ত জঙ্গলের আনাচে কানাচে সার্চ অপারেশন চালাচ্ছেন বনকর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি: ‘শক্ত প্রমাণেই’ জীবন-মাত! তৃণমূল বিধায়কের জামিন খারিজ]

গরুমারা, জলদা পাড়ার জঙ্গলে সঙ্গিনী দখলের লড়াই নতুন কোনও ঘটনা নয়। এর আগেও একাধিক গন্ডারের মৃত্যু হয়েছে এলাকায় দখলদারি ও স্ত্রী সঙ্গিনী দখলে রাখার লড়াইয়ের জেরে। পশু বিশেষজ্ঞরা বলছেন, পুরুষ গন্ডারের তুলনায় স্ত্রী গন্ডারের সংখ্যা কম থাকায় এধরনের সংঘর্ষে জড়াচ্ছে তারা। এই ঘটনাকেও সেই সংঘর্ষের পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: স্কুলে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement