রূপায়ন গঙ্গোপাধ্যায়: ‘মনের শক্তি’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর ‘উদ্দেশ্য’ স্বচ্ছ ভারত গড়ে তোলা৷ এই দুইকে পাথেয় করেই দীর্ঘ একবছরের জন্য যাত্রা শুরু করল মামা-ভাগ্নে জুটি, দেবেন্দ্রনাথ বেরা ও আকাশ৷ আর যান হিসাবে তাঁরা বেছে নিয়েছেন সাইকেলকে৷ তবে আমার আপনার সাইকেলের মতো নয়৷ এই সাইকেলে নেই কোনও সিট, নেই ব্রেক, এমনকী নেই চেনও৷
[দিলীপের পর বিজেপির সায়ন্তন, এনকাউন্টার হুমকিতে মামলা রুজু সিউড়ি থানায়]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্ধ ভক্ত পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা দেবেন্দ্রনাথ বেরা ও তাঁর ভাগ্নে আকাশ৷ অনেকদিন ধরেই দেবেন্দ্র বাবুর স্বপ্ন ছিল মোদির স্বপ্নপূরণ করে নিজের স্বপ্নকে সত্যি করা৷ কিন্তু কীভাবে করবেন তা বুঝতে পারতেন না৷ একদিন সমাধান মিলল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘স্বচ্ছ ভারত অভিযান’কে প্রচার করার পরিকল্পনা নেন তিনি৷ ভাবেন ‘গুরু’কে ছুঁতে না পারলেও, তাঁর স্বপ্নকে সত্যি করে দেখাবেন৷ তাঁর সঙ্গী হন ভাগ্নে আকাশ। আর সেই লক্ষ্যেই সমগ্র ভারত ঘুরে স্বচ্ছ ভারত অভিযান প্রচারের দায়িত্ব নেন তাঁরা৷
[মেলায় কি ঢুকছে জঙ্গিরা? ট্রেনে বসেই নজরদারি কোকো-জোজো-জাভার]
শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে সেই যাত্রারই শুভ সূচনা করেন মাম-ভাগ্নে৷ বলেন নিজেদের মনের ইচ্ছা৷ জানান, প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করবেন সেই অদ্ভুত সাইকেলে৷ মোট ২২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তৈরি করবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড৷ সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.