উদ্ধার হওয়া মর্টার। নিজস্ব চিত্র
অরূপ বসাক, মালবাজার: ফের মর্টার সেল উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালবাজারে। সোমবার এলাকার ঘিস নদীতে দুটি মর্টার দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। গত কয়েক মাসে ওই এলাকায় ৯টি মর্টার সেল উদ্ধার হল। কোথা থেকে ওইসব মর্টার আসছে? প্রতিবেশী বাংলাদেশে এখনও অচলাবস্থা চলছে। রাজ্যের সীমান্ত এলাকাগুলির উপর চাপও থাকছে। সেই আবহে একের পর এক তাজা মর্টার উদ্ধারের ঘটনা সামনে আসছে। সীমান্ত লাগোয়া এই এলাকায় কোনও জঙ্গি কার্যকলাপ সংঘটিত হচ্ছে না তো? সেই প্রশ্নও উঠছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মাল ব্লকের ঘিস নদীতে কয়েকজন শ্রমিক নেমেছিলেন। তাঁরাই দুটি মর্টার উদ্ধার দেখতে পান। মুহূর্তে সেই খবর ছড়িয়ে যায়। এলাকার বাসিন্দারা নদীর পাড়ে জমা হয়। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেনাবাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে যায়। বাসিন্দাদের নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু সময় পরে ওই দুই মর্টার উদ্ধার হয়। সেনাবাহিনী মর্টার দুটিকে নিষ্ক্রিয় করবে বলে খবর। এলাকার বাসিন্দা মহম্মদ জাহির বলেন, “এই নিয়ে ঘিস নদী এলাকা থেকে গত ৬-৭ মাসে ৯টি মর্টার শেল উদ্ধার হল। কোথা থেকে এত মর্টার শেল আসছে, তা নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ।” তিনি আরও বলেন, “নদীতে কাজ করার সময় শ্রমিকেরা দেখতে পেয়ে পুলিশকে জানায়।”
স্থানীয়দের দাবি, ২০২৩ সালে সিকিমে তিস্তা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয়। সেনাবাহিনীর ক্যাম্প ভেসে গিয়েছিল। তিস্তার জলে ভেসে গিয়েছিল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। তারপর বিভিন্ন সময় জলে ভেসে যাওয়া একাধিক অস্ত্র উদ্ধার হয়। এদিন উদ্ধার হওয়া মর্টার দুটিও কি সেসময়ে ভেসে এসেছিল? নাকি কেউ ওই দুটি নদীতে ফেলে গিয়েছে? সেই প্রশ্নও উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.