নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত শ্রমিকদের নাম বিকাশ দাস ও তরুণ বিশ্বাস। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রামচন্দ্রপুর এলাকায়। আহতরা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন শ্রমিকদের পরিবারের সদস্যরা। সামান্য ভুলের জেরেই এই পরিণতি বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে গাইঘাটা থানার রামচন্দ্রপুর এলাকায় একটি সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন। হঠাৎই ট্যাংকের ভিতর পড়ে যান তাঁরা। সঙ্গে থাকা অন্যান্য কর্মীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করতে ট্যাংকে নামতে গিয়ে আহত হন আরও দুই কর্মী। এরপর তাঁদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের তৎপরতায় কোনওক্রমে ট্যাংক থেকে উদ্ধার করা হয় কর্মীদের। এরপর স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই বিকাশ ও তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ প্রসঙ্গে রামচন্দ্রপুরের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ বলেন, “সেপটিক ট্যাংকটি ওই শ্রমিকরাই নির্মাণ করেছিলেন। এদিন কোনও কাজে প্রথমে এক কর্মী ট্যাংকের ভিতর নামেন। কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ফিরে আসেননি তিনি। অপর শ্রমিক বুঝতে পারেন ট্যাংকের ভিতর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। এরপর তাঁকে উদ্ধার করতে নামেন তিনি। ভিতরে যেতেই অচৈতন্য হয়ে পড়েন তিনিও। তৃতীয় ব্যক্তি নিচে নামার পর বেশ কিছুক্ষণ পেরিয়ে যেতেই বাইরে থাকা এক কর্মী স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন।” তিনি বলেন, নিজেদের অসচেতনতার কারণেই এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.