নন্দন দত্ত, বীরভূম: জেলা পরিষদ বিরোধীশূন্য। মনোনয়ন প্রত্যাহার করাই শুধু নয়, জেলা পরিষদের একটি আসনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি যোগ দিয়েছেন শাসকদলে। কিন্তু, বীরভূমের দাসপলশা ও ময়ুরেশ্বর গ্রাম পঞ্চায়েতে শাসকদলেরই দুটি গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে দলের প্রতীক পাওয়ার চেষ্টা করছে দু’পক্ষই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে মঙ্গলবার স্থানীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী ও ময়ুরেশ্বরের তৃণমূলের পর্যবেক্ষক চন্দ্রনাথ সিনহা। শোনা যাচ্ছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এলাকার পুরানো তৃণমূল কর্মীদেরই দলের প্রতীক দেওয়া হবে। প্রকাশ্যে অবশ্য এসব নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। তাঁদের দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে দল কোনও সমস্যা নেই। নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মন্ত্রী ও ময়ুরেশ্বরের তৃণমূলের পর্যবেক্ষক চন্দ্রনাথ সিনহা।
[ভোট বিশ বাঁও জলে, তবু দেওয়াল লিখন নিয়ে দুই ২৪ পরগনায় কাজিয়া অব্যাহত]
এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলার সব আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধী। বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বটেই, বীরভূম জেলা পরিষদেরও বিনা ভোটেই জিতেছে শাসকদল। তবে জেলার পাঁচটি ব্লকে নির্বাচন হবে। কিন্তু, ময়ুরেশ্বর ২ নম্বর ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েতে বিক্ষুদ্ধদের নিয়ে বিপাকে পড়েছে শাসকদল। দাসপলশা পঞ্চায়েতে ১৩ টি আসনে শাসকদলের পক্ষে মনোনয়ন জমা পড়েছে ২১টি। অন্যদিকে ময়ূরেশ্বর পঞ্চায়েতে ১৬ টি আসনে শাসকদলের প্রার্থী ২৪ জন। সূত্রের খবর, ময়ুরেশ্বর ও দাসপলশা গ্রামপঞ্চায়েতে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে শাসকদলেরই দুই গোষ্ঠী। মনোনয়নপর্ব মিটেছে। কিন্তু, প্রার্থীদের দলের প্রতীক দেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। শোনা যাচ্ছে, দলের প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছে দুই শিবিরের প্রার্থীরা। বীরভূমে শাসকদলের শীর্ষ নেতৃত্বকে তদ্বির করতে শুরু করেছেন তাঁরা। মঙ্গলবার ময়ুরেশ্বর ও দাসপলশা গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী ও ময়ুরেশ্বরের তৃণমূল পর্যবেক্ষক চন্দ্রনাথ সিনহা। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, বিধায়ক অভিজিৎ রায়-সহ জেলার নেতারা। জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এলাকার পুরানো তৃণমূলকর্মীদেরই প্রতীক দেওয়া হবে। যদিও ময়ুরেশ্বর ও দাসপলশা পঞ্চায়েতে প্রার্থীপদ নিয়ে সমস্যার কথা মানতে রাজি নয় শাসকদলের স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, প্রার্থীপদ নিয়ে নয়, নির্বাচনী রণকৌশল ও পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মন্ত্রী ও ময়ূরেশ্বরে দলের পর্যবেক্ষক চন্দ্রনাথ সিনহা।
ছবি: সুশান্ত পাল
[চায়ের ঠেকে আড্ডায় খোদ মন্ত্রী, পঞ্চায়েতের প্রচারে অভিনব কৌশল স্বপনের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.