ধীমান রায়, কাটোয়া: ‘এনআরসি আতঙ্কে’ জোড়া মৃত্যু কাটোয়ায়। বৃহস্পতিবার রাতে নতুনগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়। মৃত দু’জনের পরিবারের দাবি, কয়েকদিন ধরেই আধারকার্ড ও ভোটার কার্ডের ত্রুটি সংশোধনের জন্য তাঁরা হন্যে হয়ে ঘুরছিলেন। পরিবারের অভিযোগ, সেই চিন্তায়ই হৃদরোগে আক্রান্ত হন তাঁরা। কাটোয়া ২ বিডিও শমীক পানিগ্রাহী বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে ওই দুজন এনআরসির আতঙ্কে মারা গিয়েছেন কিনা তা তদন্তসাপেক্ষ।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ কাটোয়া-২ ব্লকের করুই পঞ্চায়তের নতুনগ্রামের বাসিন্দা আবুল কাসেম শেখ(৫৫) বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয় চিকিৎসককে ডাকলে তিনি আবুল কাসেম শেখকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে নতুনগ্রামেরই আবদুস সাত্তার শেখ তার বাড়িতে ভোর সাড়ে তিনটে নাগাদ বাড়িতে হৃদরোগে মারা যান। মৃত দুজনই ঘনিষ্ট বন্ধু ছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আবুল কাসেম শেখের তিন ছেলে, তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। মৃতের ছোট ছেলে হাসিবুর শেখ বলেন, “বাবার আধার কার্ড ও ভোটার কার্ডে নামে ভুল ছিল। সংশোধনের জন্য বারবার ঘুরছিলেন। হয়রানির শিকার হতে হচ্ছিল তাঁকে। এজন্য বাড়িতে খুব চিন্তায় ছিলেন। বারবার আমাদের কাছে সেই চিন্তার কথা বলছিলেন। এই চিন্তা থেকেই বাবার হার্ট আ্যটাক হয়েছে।”
অন্যদিকে মৃত আবদুস সাত্তার শেখের দুই মেয়ে, এক ছেলে। সকলেই বিবাহিত। তার ছেলে মহম্মদ জাহ্নবী শেখ বলেন, “আমার বাবা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে সংশোধনের জন্য অনেক ঘোরাঘুরি করছিলেন। খুব টেনশন করছিলেন। জমি একটি দলিলেও নামে ভুল ছিল। এসব নিয়ে চিন্তা করেই হৃদরোগে মারা গিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.