মৃত যুবক।
বিক্রম রায়, কোচবিহার: বিয়ের তিন দিনের মাথায় উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। রবিবার সকালে বাড়ির পাশের একটি গাছে তাঁর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাড়ির লোকজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙা এলাকায়। মৃতের নাম দীপঙ্কর বর্মন (৩২)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বিয়ে হয় বৃহস্পতিবার। নিউ কোচবিহারের স্টেশন লাগোয়া এলাকায় নববধূর বাড়ি। দুই পরিবারের মধ্যে দেখাশোনা করেই তাঁদের বিয়ে হয়। পাত্রীর পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ছেলের বাড়িতেই বিয়ের আয়োজন হয়েছিল। বিয়ে ও বউভাতের অনুষ্ঠান একই সঙ্গে হয় বলে খবর। বিয়ের পরও ওই যুবককে হাসিখুশি অবস্থায় দেখা গিয়েছিল।
শনিবার রাতে ওই বাড়িতে আত্মীয়স্বজনদের সঙ্গে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করতে দেখা যায় দীপঙ্করকে। এরপর সকলে ঘুমোতে চলে যান। দীপঙ্করও নিজের ঘরে রাতে চলে গিয়েছিল বলে খবর। আজ রবিবার তাঁর মা সকালে বাড়ির বাইরে বেরোন। তখনই দেখা যায় ওই মর্মান্তিক দৃশ্য। বাড়ির সামনেই একটি গাছে দীপঙ্করকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে ওই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
বিয়েতে কি ওই যুবকের অনিচ্ছা ছিল? তাঁর কি অন্য কোনও সম্পর্ক ছিল? সেসব প্রশ্নও উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকেই বার বার জ্ঞান হারাচ্ছেন নববধূ। পরিবারের উপরেও আকাশ ভেঙে পড়েছে। বাড়িতে কান্নার রোল উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.