Advertisement
Advertisement

Breaking News

দু’হাজার অনুগামী নিয়ে তৃণমূলে যোগ সিপিএমের দুই পঞ্চায়েত সদস্যের

সিপিএম নেতাদের দলবদলে চাপা অসন্তোষ শাসকদলের অন্দরে৷

Two CPM leaders joining the Trinamool in Bagdah
Published by: Kumaresh Halder
  • Posted:December 8, 2018 9:35 pm
  • Updated:December 8, 2018 9:38 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ব্রিগেডের প্রস্তুতি সভায় অন্তত দু’হাজার কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য৷শনিবার বাগদার হেলেঞ্চা হাইস্কুল ময়দানে এক  জনসভায় আনুষ্ঠানিক ভাবে সিপিএম নেতা-কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ৷ 

[মেঝেয় খেলছে সন্তানরা, সিলিংয়ে ঝুলে আত্মঘাতী দম্পতি]

Advertisement

গত পঞ্চায়েত ভোটের দিন সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় বাগদার আমডোব এলাকায়। ১২ জন তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিপিএম কর্মী গণেশ ঘোষ। শনিবার তিনিও যোগ দিলেন শাসকদলে৷  বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শংকর আঢ্য বলেন, ‘‘সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য-সহ গণেশ ঘোষ বিগত পঞ্চায়েত ভোটে সংঘর্ষের জন্য ক্ষমা চেয়ে তৃণমূলের কংগ্রেসে যোগদান করার আবেদন করেছিলেন৷ জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তাঁদের দলে নেওয়া হল৷’’

[গঙ্গাজল ও গোবর জল দিয়ে বিজেপির সভাস্থল ‘পবিত্র’ করলেন তৃণমূলকর্মীরা]

আগামী লোকসভা নির্বাচনে দেশ গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে জনসভাও আয়োজন করা হয়েছে৷ গোটা রাজ্যজুড়ে চলছে ব্রিগেড সভার প্রস্তুতি৷ ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে শনিবার স্থানীয় হেলেঞ্চা হাইস্কুল ময়দানে সভা করল বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement