Advertisement
Advertisement

Breaking News

Asansol

‘বিষাক্ত গ্যাসে’ আসানসোলে মর্মান্তিক মৃত্যু দুই নির্মাণ শ্রমিকের, রক্ষাকবচ ছাড়া রিজার্ভারে নামায় বিপত্তি?

ইদের সকালে এই ঘটনায় ওই এলাকার শোকের ছায়া নেমেছে।

Two construction workers tragically die in Asansol due to 'toxic gas'

দমকল ও পুলিশকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:March 31, 2025 1:01 pm
  • Updated:March 31, 2025 1:01 pm  

শেখব চন্দ্র, আসানসোল: ইদের দিন সকালে মর্মান্তিক ঘটনা। নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ চলছিল। সেই রিজার্ভারে নেমেই মারা গেলেন দুই ব্যক্তি। রিজার্ভারের ভিতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। সুরক্ষাকবচ ছাড়া সেখানে নামার কারণে ওই মৃত্যু। প্রাথমিকভাবে সেই কথাই মনে করছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার সকালে আসানসোল হিরাপুর থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিরাপুর থানার অন্তর্গত ইসমাইল ৬০ ফুট রাস্তার কাছে একটি পুরনো বাড়ি ভেঙে নতুন ইমারত তৈরির কাজ চলছে। সোমবার সকালেও ওই বাড়িতে কাজ চলছিল। সকাল নটা নাগাদ ওই বাড়ির নিচের রিজার্ভারের ভিতর নেমেছিলেন এক নির্মাণকর্মী। কিছু সময় পরে তাঁর আর সাড়া পাওয়া যাচ্ছিল না। তাঁর এক সহকারী ডাকডাকি করে সাড়া না পেয়ে তিনিও রিজার্ভারের ভিতর নামেন। কিছু সময়ের মধ্যেই তিনিও অচৈতন্য হয়ে পড়েন।

Advertisement

দু’জনের সাড়া না পেয়ে অন্যান্য নির্মাণকর্মীরা সেখানে পৌঁছন। তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। কিন্তু সংকীর্ণ জায়গার জন্য ভিতরে নামাটাও মুশকিল ছিল। তাছাড়াও বিষাক্ত গ্যাস রয়েছে। কোনও রক্ষাকবচ ছাড়া ভিতরে নামা ঠিক হবে না। সেই কথাও উঠে আসে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দ্রুত পুলিশ ও দমকলকর্মীরা সেখানে পৌঁছন। ওই রিজার্ভারের নিচের কয়েক ফুট অংশে জল জমে ছিল। বাইরে থেকে রিজার্ভারে জল ঢালা শুরু হয়। বেশ কিছুটা জল ভর্তি হলে তারপর ওই অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করেন পুলিশ ও  দমকলকর্মীরা। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত দুই ব্যক্তির পরিচয় এদিন বেলা পর্যন্ত জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরক্ষাকবচ সঙ্গে নিয়ে কর্মীদের এই ধরনের জায়গায় কাজে নামার কথা বারবার প্রশাসনের তরফ থেকে বলা হয়। অতীতেও এভাবে বেঘোরে প্রাণ হারানোর ঘটনা দেখা গিয়েছে। কেন সচেতনতা আসে না? কেন সুরক্ষাকবচ পান না শ্রমিক-কর্মীরা? সেই প্রশ্ন ফের উঠেছে। ইদের সকালে এই ঘটনায় ওই এলাকার শোকের ছায়া নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement