সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের আগে কংগ্রেসে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন রানিনগর-২ পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্য এবং কাতলামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার ফলে শক্তিবৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।
রবিবার বহরমপুরের দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাওনি সিংহ রায়। এদিন রানিনগর-২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য হানিফ শেখ এবং ঊর্মিলা খাতুন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। পাশাপাশি ওই ব্লকের কাতলামারি-১ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মাহফুজা বিবিও তৃণমূলে যোগ দেন। এদিনের ওই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন-সহ স্থানীয় নেতৃত্ব।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৭। তার মধ্যে তৃণমূলের দখলে ছিল ১৩টি। বাম-কংগ্রেস জোটের দখলে ছিল ১৪টি। সোমবার পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের কথা। দু’জন তৃণমূলে যোগ দেওয়ায় রানিনগর-২ পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন করতে চলেছে তৃণমূল। প্রসঙ্গত, গত শুক্রবার থেকেই উত্তপ্ত রানিনগর। অধীরের সভার পরই থানা ভাঙচুরের অভিযোগ ওঠে কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কার্যালয়ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় কংগ্রেসের মোট ৩৬জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ভাঙচুরের ঘটনায় অধীর চৌধুরীই ইন্ধন জুগিয়েছেন বলেই দাবি জেলা তৃণমূল সভাপতি সাওনি সিংহ রায়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.