Advertisement
Advertisement

বিসর্জনের ডিউটিতে গিয়ে আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার

ঘুটিয়ারি শরিফে উত্তেজনা৷

Two Civic Volunteers Attack in Ghutiari Sharif
Published by: Kumaresh Halder
  • Posted:November 11, 2018 4:28 pm
  • Updated:November 11, 2018 4:28 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজোর বিসর্জনের ডিউটিতে গিয়ে আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার৷ ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির সুভাষপল্লি এলাকায়৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সুভাষপল্লি এলাকায় কালীপুজোর বিসর্জন পর্ব চলছিল৷ অভিযোগ, স্থানীয় বেশ কয়েকজন যুবক মদ্যপান করে এলাকায় তাণ্ডব শুরু করে৷ উৎসবের মরশুমে এলাকায় অশান্তি রুখতে গোটা ঘটনার প্রতিবাদ করেন সিভিক ভলান্টিয়াররা৷ তখনই তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বেশ কয়েকজন মদ্যপ যুবক৷ অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎ সিভিক ভলান্টিয়ারকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে মাটিতে ফেলে গণপিটুনি দেওয়া হয়৷ চলতে থাকে চড়, কিল, ঘুসি৷ ঘটনায় গুরুতর জখম হন সিভিক ভলান্টিয়ার রিয়াজউদ্দিন দেওয়ান৷

[সৌদি আরবে বাঙালি শ্রমিকের মৃত্যু, দেহ ফেরানোর আরজি পরিবারের]

Advertisement

সহকর্মীকে বাঁচাতে গিয়ে রোফসান দেওয়ান নামের আরও এক সিভিক কর্মী আক্রান্ত হন৷ তাঁকেও রাস্তায় ফেলে মারধর করা হয়৷ পরে স্থানীয়দের চেষ্টায় আহত দু’জনকে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়৷ তার মধ্যে একজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর পাওয়া না গেলেও তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

[দুটি বাসের রেষারেষি, কোচবিহারে দুর্ঘটনায় জখম ২০]

তবে, তদন্ত শুরু হলেও খোদ পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন সিভিক ভলান্টিয়ারদের একাংশ৷ তাঁদের প্রশ্ন, ঘুটিয়ারি শরিফের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কালীপুজোর বিসর্জন ডিউটিতে কেন কোনও পুলিশকর্মীকে পাঠানো হল না? সিভিক কর্মীদের মারধরের ঘটনার পরও কেন কাউকে গ্রেপ্তার করা হল না? এই নিয়েও কর্মীমহলে উঠছে প্রশ্ন৷  

[বন্দুকধারী সঙ্গীর সঙ্গে শাসকদলের যুবনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement