অর্ণব দাস, বারাসত: খেলার ছলে ঢিল ছুঁড়ছিল দুই খুদে। আর তাতেই ভাঙে প্রতিবেশীর জানলার কাচ। এতেই ক্ষিপ্ত ওই প্রতিবেশী যে কাণ্ড ঘটালেন, তা নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গেল।
জানলার কাচ ভেঙে যাওয়ায় মেজাজ হারিয়ে ওই ব্যক্তি দুই শিশুকে মারধর করেন বলে অভিযোগ। এরপর তাদের হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখেন প্রতিবেশী। শনিবার অমানবিক ঘটনাটি ঘটেছে হাবড়া থানার পশ্চিম ডহরথুবা এলাকায়। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হলে রবিবার অভিযুক্ত সুধন্য কুণ্ডুকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে বছর ছয়-সাতের দুই শিশু গ্রামের রাস্তায় খেলার ছলে ঢিল ছুঁড়ছিল। তখনই একটি ঢিল প্রতিবেশী সুধন্য কুণ্ডুর বাড়ির জানলায় লেগে কাচ ভেঙে যায়। অভিযোগ, এরপরই সুধন্য বাড়ির বাইরে বেরিয়ে দুই খুদেকে মারধর করেন। এরপরে দুই শিশুকে ধরে নিজের বাড়িতে নিয়ে এসে তাদের হাত-পা বেঁধে শৌচালয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বলেও অভিযোগ।
এদিকে বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও দুই শিশু বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে তাদের পরিবার। এর পরেই তাদের মধ্যে একজনের বাবা বিষয়টি জানতে পেরে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ভাঙা জানলার কাচ ফের নতুন করে লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। এক শিশুর বাবা কার্তিক দাস বলেন, “উনি লঘু পাপে গুরু দণ্ড দিয়েছেন। এতটা অমানবিক হওয়া উচিত হয়নি। ওনার কঠোর শাস্তি হওয়া উচিত।” দুই খুদের সঙ্গে যে অমানবিক অত্যাচার হয়েছে, তা দেখে হতভম্ব স্থানীয়রাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.