নিজস্ব চিত্র
বিক্রম রায়, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘরে ভাঙন। তাঁর দুই তুতো ভাই যোগ দিলেন তৃণমূলে। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দেন দুজনে। এই যোগদান প্রসঙ্গে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির।
বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় যোগদান কর্মসূচি আয়োজিত হয়। মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূলের পতাকা নেন সুনীল বর্মন ও জগদীশ বর্মন। তাঁরা দুজনেই ভেটাগুড়ির বাসিন্দা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের তুতো ভাই। ঘাসফুল শিবিরে নাম লেখানোর পর সুনীল বর্মন দাবি করেন, বিজেপিতে কোনও গুরুত্ব পান না। দীর্ঘদিন কোনও সুযোগ সুবিধাও পাননি। তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। মন্ত্রী উদয়ন গুহ বলেন, “যাঁরা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে আজ তাঁদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে।”
সম্প্রতি রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত ভেটাগুড়ি। উদয়ন গুহ হামলার শিকার হন। তিনি দাবি করে নিশীথ প্রামাণিক আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেন। অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে অভিযোগ খারিজ করে দেন। ভেটাগুড়িতে তৃণমূলের সংগঠন অত্যন্ত দুর্বল বলে কটাক্ষও করেন। তবে তার মাত্র কয়েকদিন পরই খোদ নিশীথের দুই তুতো ভাইয়ের তৃণমূলের যোগদানে বিজেপি যে যথেষ্ট অস্বস্তিতে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.