রাজকুমার, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থারের। একসঙ্গে দু’টি ব্ল্যাক প্যান্থারকে দেখা গিয়েছে বলেই জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের গাইড। জয়ন্তীর মহাকাল এলাকায় ওই ছবি ক্যামেরাবন্দিও করেন তিনি। বেশ কয়েকজন পর্যটকের দাবি তাঁরাও দেখতে পেয়েছেন ব্ল্যাক প্যান্থার। বিলুপ্তপ্রায় প্রাণীর দেখা পাওয়ার পর থেকেই নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে।
ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল। এবার একেবারে জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পেলেন পর্যটকরা। বন দপ্তরের গাইড লেখু মাহাতো ১২ জানুয়ারি জয়ন্তীর মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পান বলে খবর। কিছু পর্যটকরাও ব্ল্যাক প্যান্থার দেখতে পান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের গাইড জোড়া ব্ল্যাক প্যান্থারের সেই ছবি ক্যামেরাবন্দি করেন। জয়ন্তী পাহাড় থেকে বিলুপ্তপ্রায় ওই বন্যপ্রাণীটি নিচে নেমে আসছিল বলে খবর।
ইতিমধ্যে এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকারিকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এর আগে একাধিকবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “বক্সাতে ব্ল্যাক প্যান্থার নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে। সম্প্রতি দু’টি ব্ল্যাক প্যান্থার একসঙ্গে দেখা গিয়েছে।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের তরফে আরও জানানো হয়েছে, গত ডিসেম্বরেও একই জায়গায় ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া যায়। ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়ার পর থেকেই নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। চোরাশিকারীদের রুখতে উদ্যোগ নিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।
বছরের শুরুতে নেওড়াভ্যালিতে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। লাভা থেকে কিছুটা উপরে জঙ্গলে রাখা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল বিশালাকার ওই বাঘের ছবি। তা খতিয়ে দেখার পর বনকর্মীদের অনুমান, রয়্যাল বেঙ্গল টাইগারটি পুরুষ। জঙ্গলে আরও ক্যামেরার সংখ্যা বাড়ানো হয় বলেই জানান বনাধিকারিকরা। পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যদিও অবাক হওয়ার মতো কিছু নয় বলেই দাবি বন্যপ্রাণ বিশেষজ্ঞদের। বছরের শুরু থেকেই কখনও জয়ন্তীতে বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থার আবার কখনও নেওড়াভ্যালিতে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় বেজায় খুশি পশুপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.