সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকাতির বখরা নিয়ে গন্ডগোল। জোড়া খুন হুগলির চুঁচুড়ায়। চাঞ্চল্য ছড়াল প্রগতিনগরে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
[ভিনরাজ্যে স্বর্ণ কারিগরের রহস্যমৃত্যু, উত্তপ্ত দাসপুরে আক্রান্ত পুলিশ]
রাত নামলেই এলাকায় মদের আসর বসায় সমাজবিরোধীরা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শনিবার রাতেও চুঁচুড়ার প্রগতিনগরের একটি ক্লাব ঘরে বসেছিল মদের আসর। আচমকাই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই ক্লাবঘর থেকে দু’টি মৃতদেহ উদ্ধার করেছে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশের দাবি, রাতে ক্লাবঘরে যারা মদের আসর বসিয়েছিল, তারা সকলেই দুষ্কৃতী। এমনকী, যে দু’জন মারা গিয়েছে, তাদেরও পুলিশের খাতায়ও নাম ছিল। তদন্তকারীদের দাবি, ডাকাতির করার পর প্রগতিনগরের ওই ক্লাবে বসে মদ্যপান করছিল দুষ্কৃতীরা। লুটের সামগ্রীর বখরা নিয়ে গন্ডগোল শুরু হয়। বচসা চলাকালীন গুলি চলে। ডাকাতদলের একজনকে গুলি করে খুন করা হয়। এরপর হামলাকারীকেও পিটিয়ে মেরে ফেলে দলের বাকি সদস্যরা। পরিস্থিতি বেগতিক বুঝে মৃতদেহ দু’টি ফেলে রেখে পালিয়ে যায় সকলেই। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি খালি মদের বোতলও পাওয়া গিয়েছে।
এদিকে গভীর রাতে এমনই ঘটনায় আতঙ্কিত হুগলির চুঁচুড়ায় প্রগতিনগরের বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ব্য বাড়ছে। রাত-বিরেতে প্রকাশ্য মদ্যপানের আসর বসাচ্ছে তারা। পুলিশকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি। দিন কয়েক আগে চুঁচুড়ার খাগরাজোলে স্থানীয় বিধায়ক অসিত মজুমজারকে ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
[ভেষজ ওষুধ তৈরি লক্ষ্যে ১০০ দিনের কাজে জুড়ল অ্যালোভেরার চাষ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.