Advertisement
Advertisement

জমি বিবাদের জেরে জোড়া খুন, বলাগড়ে ধুন্ধুমার

অভিযুক্তদের ফাঁসির দাবিতে এককাট্টা স্থানীয়রা।

Twin murders centered around land dispute
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 22, 2018 4:48 pm
  • Updated:April 22, 2018 5:18 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: জমি বিবাদের জেরে জোড়া খুনের ঘটনায় রণক্ষেত্র হুগলির বলাগড়ের সোমরা পশ্চিমপাড়া এলাকায়৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাড়ি ভাঙচুর৷ আগুন জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের৷ পরে পুলিশি আশ্বাসে নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির মধ্যেই খুন হন গৃহবধূ পুষ্পা দেবনাথ(৪৮)৷ স্ত্রী পুষ্পা দেবনাথকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত স্বামী সুনীল দেবনাথ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়৷ টানা তিন দিনের লড়াই শেষে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়৷

Advertisement

সুনীলবাবুর মৃত্যুর খবরে পৌঁছানোর পরই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা৷ স্বামী স্ত্রী জোড়া খুনে অভিযুক্ত প্রতিবেশী দম্পতি জগন্নাথ সরকার ও দীপালি সরকারকে গ্রেপ্তারের দাবিতে রীতিমতো উত্তাল হয়ে উঠে পশ্চিমপাড়া৷ ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিবেশী অভিযুক্ত জগন্নাথ সরকারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ এরপর দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বলাগড়ের এসটিকেকে রোড অবরোধ করেন স্থানীয়রা৷ ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ চলার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়৷

দেবনাথ পরিবারের সঙ্গে তাদের জমির সীমানাকে কেন্দ্র করে জগন্নাথ সরকারের পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল৷ প্রতিবেশীদের অভিযোগ জগন্নাথ, তাঁর স্ত্রী দীপালি ও ১৬ বছরের ছেলে প্রায়শই সুনীল দেবনাথ ও তাঁর স্ত্রী পুষ্পা দেবীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত৷ ঘটনার দিন রাতে প্রতিবেশী দম্পতি জগন্নাথ, দীপালি ও তাদের ছেলে সুনীলবাবুর বাড়িতে হামলা চালিয়ে শাবল দিয়ে কুপিয়ে পুষ্পা দেবনাথকে খুন করে৷ শাবলের আঘাতে গুরুতর আহত হন সুনীলবাবু৷ ঘটনার পরই অভিযুক্ত দম্পতি এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ রবিবার সকালে কলকাতার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান সুনীল দেবনাথ৷ এরপরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ তারা দাবি করেন, প্রতিবেশী ওই দম্পতির ফাঁসি চাই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement