Advertisement
Advertisement

দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার চালকের পচাগলা দেহ, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

ছিনতাইয়ে বাধা পেয়েই চালককে খুন বলে অনুমান৷

Trucker’s decomposed body in truck in Uluberia

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2018 4:30 pm
  • Updated:June 4, 2018 4:44 pm  

অরিজিৎ গুপ্ত: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল৷ সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ ট্রাকের বন্ধ কেবিন থেকে চালকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ৷ এখনও মৃতের পরিচয় জানা যায়নি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার উলুবেড়িয়ায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছিনতাইয়ে বাধা পেয়েই চালককে খুন করেছে দুষ্কৃতীরা৷

[ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু, পুলিশ ভ্যান নয়ানজুলিতে ফেলল উত্তেজিত জনতা]

Advertisement

রাতভর উলুবেড়িয়ায় ৬ নং জাতীয় সড়কে ট্রাক চলাচলের বিরাম নেই৷ অনেকে আবার রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রামও করে নেন৷ কিন্তু, রবিবার রাতে যা ঘটল, তাতে আতঙ্কিত উলুবেড়িয়ার খলিসানি মোড় এলাকার বাসিন্দারা৷ ঘড়িতে তখন রাত ১২টা৷  প্রচণ্ড দুর্গন্ধে সে সময় ভরে ওঠে এলাকা৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া খলিসানি মোড়ে দাঁড়িয়েছিল একটি ট্রাক৷ সেই ট্রাক থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল৷ সন্দেহ হওয়ায় পুলিশের টহলদারি দলকে খবর দেন তাঁরা৷ ওই ট্রাকের বন্ধ কেবিন থেকে চালকের পচাগলা দেহ উদ্ধার হয়৷

[বিরিয়ানির দাম চাওয়ায় ব্যবসায়ীকে গুলি করে খুন, গ্রেপ্তার মূল অভিযু্ক্ত]

জানা গিয়েছে, ওই ট্রাকটির মালিকের বাড়ি কলকাতায়৷ তিনি পুলিশকে জানিয়েছেন, দিন চারেক আগে ট্রাকটি মাল খালাস করতে গিয়েছিল মেদিনীপুরে৷ কিন্তু, আর ফেরেনি৷ নিখোঁজ ট্রাক ও চালকের সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হন ট্রাকমালিক৷ অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয় পুলিশ৷ উলুবেড়িয়া-সহ হাওড়ার বেশ কয়েকটি থানাকে সতর্ক করে দেওয়া হয়৷ শেষপর্যন্ত, রবিবার রাতে উলুবেড়িয়া খলিসানি মোড়ে ট্রাকটির সন্ধান মিলল৷ বন্ধ কেবিন থেকে চালকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, মেদিনীপুর থেকে ফেরার পথে উলুবেড়িয়া খলিসানি মোড়ে ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ বাধা দিয়েছিলেন চালক৷ তাই তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা৷ তবে মৃতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷ ট্রাক ও চালককে শনাক্ত করার জন্য পুলিশ ট্রাক মালিককে ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে ট্রাকের ভিতরে চালককে খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

[এবার প্রকাশ্য ইদের নমাজ পড়বেন বর্ধমানের মহিলারা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement