Advertisement
Advertisement
truck strike

ট্রাক ধর্মঘট অব্যাহত, ফের বাড়তে পারে জিনিসের দাম

বিভিন্ন নির্মাণ সামগ্রীর জোগানও ব্যাহত হচ্ছে।

truck strike has been called for 72 hours by owners
Published by: Akash Misra
  • Posted:September 12, 2024 10:09 am
  • Updated:September 12, 2024 10:09 am

স্টাফ রিপোর্টার: রাজ্যে গড়াচ্ছে না ট্রাকের চাকা। ঢুকছে না ভিনরাজ্যের ট্রাকও। আর তারই প্রভাব পড়তে শুরু করেছে নিত‌্যপ্রয়োজনীয় জিনিসপত্রে। বুধবার থেকে শুরু হয়েছে ট্রাক ধর্মঘট। চলবে আগামিকাল শুক্রবার পর্যন্ত। ভিনরাজ‌্য থেকে আসা মাছ, ডিম, বিভিন্ন কাঁচা আনাজ এবং ফলের পাইকারি বাজারে জোগানে ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে। আর তাতেই নিত‌্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন নির্মাণ সামগ্রীর জোগানও ব্যাহত হচ্ছে।

[আরও পড়ুন: আদিবাসী ছাত্রীকে ধর্ষণে ধৃত ‘হাতুড়ে ডাক্তার’, মাত্র দশ দিনেই চার্জশিট পুলিশের

পুজোর মুখে ‘ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’-এর ডাকে টানা তিন দিনের এই ধর্মঘটে সমস‌্যায় পড়েছেন ব‌্যবসায়ীরা। রাজ্যের ট্রাকমালিক সংগঠনের ডাকা ওই ধর্মঘটে সমর্থন জানিয়েছে ভিন রাজ্যের ট্রাকমালিকদের একাধিক সংগঠন। তবে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ট্রাক ধর্মঘটের তেমন কোনও প্রভাব এরাজ্যে নেই। বহু ট্রাক চলছে। তিনি বলেন, ‘‘আলোচনার মাধ‌্যমে সমস‌্যার সামাধান হতে পারে। কিন্তু কিছু স্তব্ধ করে দেওয়াকে মানুষ সমর্থন করে না।’’

Advertisement

সর্বভারতীয় সংগঠন ‘অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস’-ও নৈতিকভাবে রাজ্যের সংগঠনের ওই ধর্মঘট এবং ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি সমর্থন করেছে। ট্রাক ধর্মঘট সফল বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ।

[আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি, ৩টি মেডিক্যালে ঘুরেও হল না ভর্তি! প্রাণ গেল দেগঙ্গার যুবকের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement