সৌরভ মাজি, বর্ধমান: পূর্ব বর্ধমানের গলসিতে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল একজনের। গুরুতর জখম আরও এক। রাস্তার মাঝেই দাউদাউ করে জ্বলে ওঠে গাড়ি। দুর্ঘটনার পর থেকে ওই রাস্তায় যান চলাচল এখনও বন্ধ।
মঙ্গলবার ভোরের দিকে গলসি থানার গলিগ্রামের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রেলারের। দুটি গাড়িই কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে কম্বল বোঝাই করা ছিল বলে জানা গিয়েছে। সেই সময় ঘন কুয়াশায় ঢেকেছিল জাতীয় সড়ক। ফলে দৃশ্যমানতায় সমস্যা ছিল। আর সেই কারণেই দুর্ঘটনা ঘটে যায়।
স্থানীয়রা জানান, সকালে প্রথমে কুয়াশার জন্য একটি ট্রাকের সঙ্গে একটি ট্রেলারের ধাক্কা লাগে। এর জেরে রাস্তা অবরোধ হয়ে পড়ে। ওই সময় রাস্তা অবরুদ্ধ থাকায় চারচাকা গাড়িটি জাতীয় সড়কে শেষ সারিতে দাড়িয়ে ছিল। ঠিক তখনই পিছনে থেকে একটি লোহার সামগ্রী বোঝাই ট্রেলার গাড়িটির পিছনে ধাক্কা মারে। তাতেই মারুতিতে আগুন লেগে যায়। আগুন ধরে যায় গাড়ির চালকের গায়েও। আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতাতে অগ্নিদগ্ধ অবস্থায় গাড়ি থেকে আরও একজনকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকল কলেজে ভরতি করা হয়েছে। যদিও তাঁর নাম বা পরিচয় এখনও কিছু জানা যায়নি।
মকলের একটি ইঞ্জিন এসে আগুন আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের মধ্যে থেকে একজনকে উদ্ধারের সময় আহত হন এক পুলিশকর্মীও। কুয়াশায় দৃশ্যমানতার অভাবে এর আগেও এমন পথ দুর্ঘটনা ঘটেছে। এদিনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘক্ষণ সেই রাস্তায় যান চলাচল বন্ধ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে গাড়িতে আগুন ধরে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.