Advertisement
Advertisement

ট্রাকের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, রণক্ষেত্র হুগলির গোঘাট

ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ৷

Truck mows student to death in Hooghly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 4:46 pm
  • Updated:July 11, 2018 4:46 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট এলাকা৷ মৃতার নাম অর্পিতা পাল, বয়স ২১৷ ট্রাকটিতে ভাঙচুর চালিয়ে আগুন লাগানোর পাশাপাশি, বিক্ষোভ দেখিয়ে রাস্তায় অবরোধ বসেন স্থানীয়রা৷ অভিযোগ আঙুল উঠেছে, পুলিশ ও প্রশাসনের দিকে৷ ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়েরা জানান, দীর্ঘদিন ধরে বললেও ওই রাস্তায় গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ৷ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ৷

[উচ্চশিক্ষার স্বপ্ন দূর অস্ত, টোটো চালিয়েই সংসারের জোয়াল টানছেন সাধনা]

Advertisement

বুধবার সকালে ঘটনাটি ঘটে গোঘাটের কামারপুকুর কলেজ মোড়ে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেলে করে কলেজের দিকে যাচ্ছিল ওই ছাত্রী, ঠিক তখই উলটো দিক থেকে প্রবল গতিতে আসছিল একটি ট্রাক৷ ছাত্রীর কাছাকাছি এসে কোনও কারণে গতি নিয়ন্ত্রণ করতে পারেনি ট্রাকের চালক৷ ফলে সেটি গিয়ে সোজা ধাক্কা মারে ছাত্রীকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা৷ বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরাই আগুন লাগিয়ে দেন ঘাতক ট্রাকটিতে৷ রাস্তা আটকে শুরু করেন পথ অবরোধ৷

[ভাগীরথীর নির্জন চর থেকে উদ্ধার কঙ্কাল ও মাথার খুলি, চাঞ্চল্য নবদ্বীপে]

তাঁদের স্পষ্ট অভিযোগ, পুলিশ ও প্রশাসনের গাফিলতির জেরেই এই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে গাড়ি যাতায়াত করার সুযোগ পায়৷ কারণ, এই রাস্তায় ট্রাক থামিয়ে পুলিশ কর্মীরা টাকা তোলেন৷ ফলে সেই ধরপাকড় এড়াতেই দ্রুত গতিতে ওই এলাকা দিয়ে গাড়ি ছোটান ট্রাক চালকরা৷ জানা গিয়েছে, ঘটনার অনেক পরে আরামবাগের এসডিপিও কৃশাণু রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছালে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশের সঙ্গেই বিক্ষোভকারীদের ঠেলাঠেলি ও ধস্তাধস্তি শুরু হয়৷ এরপরে পরিস্থিতি সামাল দিতে নামান হয় ব়্যাফ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement