Advertisement
Advertisement
strike

পুলিশি হেনস্তার প্রতিবাদ! পুজোর মুখে তিনদিন গড়াবে না ট্রাকের চাকা

সাতদফা অভিযোগ তুলে চলতি মাসে তিন পণ্য পরিবহণ বন্ধ রাখার ডাক।

Truck Drivers calls upon 3 days strike
Published by: Paramita Paul
  • Posted:September 9, 2024 8:54 pm
  • Updated:September 9, 2024 8:55 pm  

নব্যেন্দু হাজরা: টানা তিনদিন ‘চাক্কা জ্যামে’র ডাক দিলেন ট্রাক চালকরা। অভিযোগ, পণ্য পরিবহণের সময় পুলিশ ও সিভিক পুলিশের হেনস্তার শিকার হতে হয় তাঁদের। উপরন্তু বেশ কিছু জায়গায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এমনই সাতদফা অভিযোগ তুলে চলতি মাসে তিন পণ্য পরিবহণ বন্ধ রাখার ডাক দিয়েছেন তাঁরা। পুজোর মুখে ফলে রাজ্যজুড়ে পণ্য পরিবহণ ধাক্কা খাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব পড়বে ব্যবসায়।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েসনের তরফে জানানো হয়েছে, আগামী ১১, ১২ এবং ১৩ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ট্রাক চালকদের ‘চাক্কা জ্যাম’। গত ২৪ আগস্ট ফেডারেশন সকল সদস্য বৈঠকে বসে এই সিদ্ধান্ত নয়। ৭২ ঘণ্টার ‘চাক্কা জ্যামে’র সিদ্ধান্তে অনড় থাকছেন তাঁরা। কী কী দাবি রয়েছে তাদের?

Advertisement

[আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে ২৩ জনের মৃত্যু! সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের]

প্রেস বিজ্ঞপ্তিতে সাত দফা দাবির কথা জানানো হয়েছে।
এক, ওভারলোড বন্ধ করতে হবে।
দুই, ডার্ক পার্টি, পুলিশ ও সিভিক পুলিশের হেনস্তা বন্ধ করতে হবে।
তিন, অনলাইনে কেস দিয়ে রাস্তায় ট্রাক চালকদের থেকে টাকা আদায় বন্ধ করতে হবে।
চার, রাজ্যের কিছু রাস্তায় অতিরিক্ত টাকা নেওয়া হয়। তা বন্ধ করতে হবে।
পাঁচ, পরিবহণ দপ্তরের কর্মী বা আধিকারিকরা টহলদারির নামে হেনস্তা করে। তা বন্ধ করতে হবে।
ছয়, ১৫ বছরের বদলে ট্রাকগুলিকে ২০ বছর চালাতে দিতে হবে।
সাত, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের দিয়ে হেনস্তা করা বন্ধ করতে হবে।

টানা তিনদিন ট্রাক ধর্মঘট চললে রাজ্যজুড়ে পণ্য পরিবহণ ধাক্কা খাবে। ব্যাপক ক্ষতি হবে বাণিজ্যে। এই ধর্মঘট রুখতে রাজ্য সরকার কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার। 

[আরও পড়ুন: লকারে ফাইলবন্দি যাবতীয় অভিযোগের নথি! সন্দীপের বাড়ি থেকে উদ্ধার সিবিআইয়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement