Advertisement
Advertisement

জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট চিতাবাঘ, চাঞ্চল্য বীরপাড়ায়

কোথায় ঘটল এই মর্মান্তিক ঘটনা?

Truck crushes Leopard to death in Alipurduar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2018 8:06 am
  • Updated:January 12, 2018 8:06 am

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: ডুয়ার্সে ঘন জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে রেলপথ। রাতের অন্ধকারে কিংবা খুব ভোরে সেই রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মরতে হয় হাতিদের। আর এবার ৩১ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের চাকার পিষ্ট হয়ে প্রাণ গেল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়ার মাদারিহাট ব্লকে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কোচবিহার জেলায় বনদপ্তরের ডিএফও বিমান বিশ্বাস। এদিকে, এই ঘটনার পর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের দাবি তুলেছেন পশুপ্রেমীরা।

[আজব পশু! কোলাঘাটে জন্ম নিল দু’মাথার বাছুর]

Advertisement

আলিপুরদুয়ারে ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল বনের পশু। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। বীরপাড়া-মাদারিহাট ব্লকে একেবারে জঙ্গলের মাঝ বরাবর ৩১ নম্বর জাতীয় সড়ক। বন দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক পেরিয়ে অন্য প্রান্তে যাচ্ছিল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঠিক সেই সময়ে উলটো দিকে দ্রুত গতি আসছিল একটি লরি। ঘন কুয়াশার কারণে সম্ভবত চিতাবাঘটিকে দেখতে পাননি চালক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় পশুটি। ঘটনাস্থলে মারা যায় পূর্ণবয়স্ক চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাদারিহাট থানার পুলিশ। আসেন বনদপ্তরের আধিকারিকরা। চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বনদপ্তরের কোচবিহার জেলার ডিএফও বিমান বিশ্বাস জানিয়েছেন, ‘মাদারিহাট থানায় অভিযোগ জানানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’ প্রসঙ্গত, যে জঙ্গলে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি কোচবিহারের নীলপাড়া রেঞ্জের অন্তর্গত।  তবে বীরপাড়ার মাদারিহাটে ব্লকে ৩১ নম্বর জাতীয় সড়কে এর আগেও গাড়ির ধাক্কায় বন্যপশুদের মৃত্যু হয়েছে। বনের পশুদের বাঁচাতে যান নিয়ন্ত্রণের দাবি তুলেছেন পশুপ্রেমীরা।

[তাপমাত্রা তুলনায় বাড়লেও রাজ্যে বহাল থাকবে ঠান্ডা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement