অভিষেক চৌধুরী, কালনা: সাতসকালে ভয়ংকর কাণ্ড। বালিবোঝাই ট্রাক ভেসেল থেকে গড়িয়ে পড়ল ভাগীরথী নদীতে। বরাতজোড়ে প্রাণে বাঁচলেন চালক ও খালাসি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কালনা (Kalna) থানার পুলিশ। গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার কালনা ফেরিঘাট থেকে শান্তিপুর ফেরিঘাট পর্যন্ত ভেসেল করে মালবোঝাই ট্রাক ও যাত্রীরা পারাপার করছিল। সকাল সাতটা নাগাদ একটি বালিবোঝাই ট্রাক আসানসোল থেকে এসে কালনা ফেরিঘাট থেকে ভেসেলে। চাকদহের দিকে যেত ট্রাকটি। ভেসেলের উপর লরিটিকে ঠিক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেন চালক। কিন্তু বারবার ব্রেক কষলেও ১২ চাকার ট্রাকটিকে বশে রাখতে পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে ভেসেল থেকে ট্রাকটি সোজা গিয়ে পড়ে ভাগীরথী নদীতে।
এই ঘটনায় হতবাক হয়ে যান অনেকেই। এদিকে নদী থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন চালক ও খালাসিরা। এই আর্তি কানে যেতেই স্থানীয় মাঝিরা লঞ্চ নিয়ে তাঁদের উদ্ধার করে। ট্রাকচালক শাহবাজ হোসেন মণ্ডল বলেন, “ভেসেলে উঠে গাড়িটা একটু এগিয়ে রাখছিলাম। বিপদ বুঝে ব্রেক কষেছি, ব্রেক ধরেনি। এরপরই ট্রাক-সহ নদীর জলের তলায় চলে যাই। কেবিনে যখন জল ঢুকে যায় আমরা নিশ্বাস পারছিলাম না, জল খাচ্ছিলান। পাঁচ সাত মিনিট জলের তলায় ছিলাম। পরে জলের ভিতরেই ডানদিকের গেট খুলে বের হই।”
এই দুর্ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ট্রাকটিতে বেআইনিভাবে অতিরিক্ত মাল বোঝাই ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে ঘাটমালিক জয়গোপাল ভট্টাচার্য বলেন, “একটি মালবোঝাই ট্রাক সর্বোচ্চ ৩৪ টন নিয়ে ভেসেলে উঠতে পারে।কাঁটায় ওজন করা স্লিপে ওই ট্রাকটিও সেই ওই ওজনেরই ছিল।বেশি ছিল না। ব্রেক ফেল করাতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় গাড়ির চালক।” খবর পেয়েই ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও খালাসিকে থানায় নিয়ে যায় পুলিশ।এই ঘটনার পর বেশ কিছুক্ষন ফেরি চলাচল বন্ধ থাকলেও পরে তা ঠিক হয়।তলিয়ে যাওয়া ট্রাকটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.