Advertisement
Advertisement
বিমান দুর্গাপুর

ফ্লাইওভারের নিচে আটকে পেল্লাই বিমান, সাতসকালে হইচই দুর্গাপুরে

এলাকায় তীব্র যানজট।

Truck carrying 'decommissioned' plane stuck under Durgapur flyover
Published by: Sulaya Singha
  • Posted:December 24, 2019 10:58 am
  • Updated:December 24, 2019 11:26 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দিন তিনেক আগেই যশোর রোডের বিমান ঢুকে পড়ায় ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য। সোমবার গভীররাতে ফের বিপাকে পড়ল সেই বিমানটি। এবার তা আটকে গেল দুর্গাপুরের ফ্লাইওভারের নিচে। এমন অবাক করা দৃশ্য দেখতে ভোর থেকেই এলাকায় স্থানীয়দের ভিড় জমে যায়।

শুক্রবার একটি ট্রাকে চেপে দমদম থেকে বিমানটি রওনা দিয়েছিল যশোর রোড ধরে। এয়ার ইন্ডিয়ার বিমান সেটি। ডাক বিভাগের ভারতীয় ছাপ রয়েছে তাতে। সেটিকে নিয়েই পেল্লাই ট্রাকটি চলেছিল জয়পুরের উদ্দেশে। যার জেরে মোটামুটি বাকি সব যানবাহনের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। বিপত্তি বাড়ে রাস্তা পেরোতে গিয়ে ট্রাকটি যখন ডিভাইডারে ফেঁসে যায়। মাঝরাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা হয় পুলিশের। দুটি ক্রেনের সাহায্যে সেখান থেকে তা কোনওক্রমে বের করে আনা গেলেও সোমবার গভীররাতে ফের রাস্তার মাঝে আটকে যায় বিমানটি।

Advertisement

[আরও পড়ুন: কুয়াশায় ঢাকা ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত এক]

২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে একটি ফ্লাইওভারের নিচে আটকে যায় বিমানের মাথা। খুলে যায় বিমানের চাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবার সকালে ক্রেনের সাহায্যে তা জটমুক্ত করার চেষ্টা চলছে।

flight

 

রাস্তায় আটকে বিমান। এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না। তাই তা দেখতে ফ্লাইওভারের উপর ভিড় জমান স্থানীয়রা। ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিমানটি ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। সেটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। অনেকদিন আগেই বাতিল করা হয়েছিল সেটিকে। একটি বেসরকারি সংস্থাকে বিমানটি বিক্রি করা হয়েছিল। গত শুক্রবারই হ্যাঙার থেকে নামিয়ে সেটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যানুমিনিয়াম নিষ্কাশনের জন্য। কিন্তু যাওয়ার পথে বারবারই বাধা প্রাপ্ত হচ্ছে সেই পেল্লাই বিমান।

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: লখনউয়ের অশান্তিতে গ্রেপ্তার মালদহের ৬! পুলিশকে খবরই দিল না উত্তরপ্রদেশ প্রশাসন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement