নন্দন দত্ত, সিউড়ি: cVIGIL-এ সেলফি। শ্যামলী, সুতপা, শাজাহান, সুবীর (নাম পরিবর্ত্তিত) নির্বাচনী এসে নিজেদের ছবি তুলে পাঠিয়েছেন। শুধু সেলফি হলেও হত। আট জন নিজেদের মানিব্যাগের ছবি তুলে অভিযোগ জানিয়েছেন, টাকা বিলি হচ্ছে ভোটের আগে। কেউ লিখেছে ভোট এসে গেল মানিব্যাগ ফাঁকা। ফলে যে cVIGIL-কে এবার সন্ত্রাস মুক্তির হাতিয়ার হিসাবে ভাবছে বিরোধীরা সেখানে এমন দশা দেখে নাজেহাল জেলা প্রশাসন।
ইতিমধ্যে ১৩২টি অভিযোগ জমা পড়েছে জেলা নির্বাচনী দপ্তরে। মাধ্যম সেই cVIGIL। নির্বাচন কমিশন এই মোবাইল অ্যাপটি তৈরি করেছেন নাগরিকদের কাছ থেকে অভিযোগ জানতে। যাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে ভোটাররা অনিয়ম দেখলেই সরাসরি অভিযোগ জানাবেন। একশো মিনিটের মধ্যে সেই অভিযোগের পদক্ষেপ নিয়ে তার সুরাহা করে অভিযোগকারীকে তা জানাবে প্রশাসন। যদি তা না হয় তাহলে প্রশাসনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।
[ আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোট পরিচালনার দায়িত্বে প্রতিবন্ধীরাও ]
নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১২ মার্চ বীরভূমে শুরু হয়েছে অভিযোগ আসা। প্রাথমিকভাবে তেমন তৈরি ছিল না দপ্তর। কিন্তু বিরোধীরা এই অ্যাপসকেই হাতিয়ার করতে তাদের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে শুনে তৎপরতা বাড়িয়েছে তারা। কিন্তু এ কি! অভিযোগের জায়গায় ৮টা সেলফি, গোটা ছয়েক মানিব্যাগের ছবি। এছাড়া, দেওয়াল লিখন, তাতে কালি লেপে দেওয়া। কোথাও আগে থেকে ঘিরে রাখা দেওয়াল অন্য দল চুনকাম করে ফের তাতে লিখে দেওয়ার অভিযোগ। কিন্তু প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সেলফি আর মানিব্যাগের ছবি পাঠানোর রোগ দেখে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে কেউ অভিযোগ করছে, এই মানিব্যাগে টাকা ভরে দিয়ে ভোট কেনার চেষ্টা করছে একটি দল। কেউ লিখেছে, ভোটের আগে অ্যাকাউন্টে টাকা, মানিব্যাগে টাকা দেওয়ার কথা দিয়েছিল রাজনৈতিক নেতারা। সে টাকা এখনও আসেনি। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক মৌমিতা গোদারা বলেন, “cVIGIL অ্যাপসে অভিযোগের নিষ্পত্তির জন্য আমরা ২১৬টি দল করেছি। যারা কোনও অভিযোগের সঙ্গে সঙ্গে নিস্পত্তি করবে। এখনও পর্যন্ত যে সব অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গেই তার নিস্পত্তি করা গিয়েছে। পাশাপাশি কেমন অভিযোগ আসবে সে নিয়ে সচেতন করা হচ্ছে।”
[ আরও পড়ুন: ভোটে টিকিট না পেয়ে পার্টি অফিসের ৩০০ চেয়ার ‘চুরি’ করলেন কংগ্রেস বিধায়ক ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.