Advertisement
Advertisement

Breaking News

'Trinamoole Nabajoar'

‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রার সম্পূর্ণ ৪ হাজার কিলোমিটার, আপ্লুত অভিষেক

রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'Trinamoole Nabajoar' completed 4 thousands KM । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 10, 2023 9:35 am
  • Updated:June 10, 2023 9:40 am  

স্টাফ রিপোর্টার: জনসংযোগ যাত্রা কর্মসূচিতে বেরিয়ে ৪৪তম দিনে চার হাজার কিলোমিটার পথ পেরিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। টুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি। এই কর্মসূচিতেই রোড শোয়ের সেঞ্চুরি করলেন অভিষেক। যেদিন নতুন মাইলস্টোন পেরোলেন সেদিনও উপচে পড়া ভিড়। নদিয়ায় প্রবল বৃষ্টির মধ্যেও একের পর এক কর্মসূচিতে অভিষেককে দেখা গেল, নিজে হাতে কালো ছাতা মাথায় নিয়ে জনতার মাঝে হেঁটেছেন।

ক্লান্তিহীন যাত্রায় রাস্তার দুই ধারে একইভাবে জনজোয়ার। অঝোর ধারা মাথায় নিয়েও অভিষেককে স্বাগত জানাতে ও পাশে থাকার বার্তা নিয়ে হাজির ছিলেন হাজারও মানুষ। বাদকুল্লায় প্রাকৃতিক দুর্যোগে স্থগিত রাখা হয় জনসভা। প্রবল ঝড়-বৃষ্টিতে ভেঙে যায় তোরণ, প্যান্ডেল। বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে ত্রিপলের ছাউনি করা হয়েছিল। বেলা তিনটেয় সভার নির্ধারিত কুড়ি মিনিট আগে প্রথমে কালো মেঘে ছেয়ে যায়। এরপরেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। দমকা হাওয়ায় রীতিমতো দুলছিল ত্রিপলের শেড। দমকা হাওয়ায় শেডের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখনই মঞ্চে ছিলেন তৃণমূলের জেলাস্তরের নেতা-নেত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয়, দুরন্ত ছন্দে ইন্টার কন্টিনেন্টাল কাপে যাত্রা শুরু সুনীলদের]

মঞ্চের পিছনের ত্রিপল ছিঁড়ে যেতেই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসেন তাঁরা। শেডের উপর থেকে পড়ে আহত হন এক প‌্যান্ডেল কর্মী। তঁাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আবহাওয়ার কারণে মূলত বন্ধ হয়ে গেল জনসভা কর্মসূচি। পরে বাদকুল্লা থেকে তাহেরপুর পর্যন্ত প্রবল বৃষ্টিতেও হেঁটেছেন অভিষেক। নদিয়ার কৃষ্ণগঞ্জে স্বাগত অনুষ্ঠানেও অভিষেককে ঘিরে বিপুল উন্মাদনা। চাকদহ প্রগতি সংঘের মাঠে সন্ধে‌ সাতটা নাগাদ আসেন অভিষেক। সেখানে প্রবল প্রাকৃতিক বিপর্যয়েও উপচে পড়া ভিড়।

জেলার বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন। চাকদহের বিরহী মোড় থেকে র‌্যালি করেন। বৃষ্টি মাথায় নিয়ে রাতে কল‌্যাণীর সগুনা এলাকার লিচুতলায় যান ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেই চলে অধিবেশন। এমন বৃষ্টিতেও যেভাবে বিপুল সংখ‌্যায় মানুষ সব কর্মসূচিতেই এসেছিলেন, তাতে উচ্ছ্বসিত জেলা নেতৃত্ব।

এদিন জনসংযোগ যাত্রার প্রেক্ষিতে তৃণমূলের পক্ষে টুইটেও বলা হয়, এই সাফল‌্য বাংলার মানুষকে উৎসর্গ করছি। বলা হয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ৪৪ দিনের এই দীর্ঘ যাত্রায় ১১৭টির বেশি জমায়েত করেছেন। ৫৮টির বেশি বিশেষ কর্মসূচি, ১০০-র বেশি রোড শো ও ৩৩টি জেলা অধিবেশন করেছেন অভিষেক। শুক্রবার কল‌্যাণীতেই ছিল তৃণমূলে নবজোয়ার-এর শেষ অধিবেশন। পঞ্চায়েত ভোট ঘোষণার কারণে বৃহস্পতিবারই অভিষেক জানিয়ে দিয়েছিলেন যে কল‌্যাণীতেই হবে শেষ অধিবেশন। বাকি দুই জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বুথ সভাপতি ও কর্মীরা এক ডাকে অভিষেক-এর নম্বরে ও জেলা নেতৃত্ব মারফত প্রার্থীদের নাম প্রস্তাব করবেন।

গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল অভিনব এই যাত্রা। নির্বাচনী গণতান্ত্রিক ব‌্যবস্থাপনায় অংশগ্রহণমূলক রাজনীতিকে আরও সক্রিয় করার বার্তা নিয়ে মোট ১৮টি জেলায় পৌঁছে গিয়েছে তৃণমূলের নবজোয়ার। উদ্দেশ‌্য, আমজনতার পছন্দকে গুরুত্ব দিয়ে ‘মানুষের পঞ্চায়েত’ গড়ে তোলা। কাকদ্বীপে কর্মসূচির শেষে একমঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ‌্যায় ও অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। শনিবার উত্তর ২৪ পরগনায় ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

[আরও পড়ুন: নগর নিগমের অফিসে বাস্তু দোষ! টেন্ডার ডেকে ভোলবদলের সিদ্ধান্তে শোরগোল দুর্গাপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement