পলাশ পাত্র, তেহট্ট: জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার তেহট্টের চাঁদেরঘাট এলাকা। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১ জনকে গ্রেপ্তার করেছে তেহট্ট থানার পুলিশ। এখনও থমথমে এলাকা।
জানা গিয়েছে, তেহট্টের চাঁদেরঘাট এলাকায় বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব দীর্ঘদিনের। বৃহস্পতিবার এলাকার খাস জমি দখলকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। জানা গিয়েছে, এদিন সকালে এলাকার একটি জমিতে যান বিজেপি কর্মী বলে পরিচিত এক যুবক ও তাঁর বাবা। অভিযোগ, তাঁদের জমিতে যেতে দেখেই এলাকার বেশ কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হন। বেধড়ক মারধরও করা হয় তাঁদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে একজনকে শান্তিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এ প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি জানিয়েছেন, ওই জমিটি তৃণমূলের। দীর্ঘদিন ধরে তৃণমূলের কর্মীরা ওই জমিতে পাট চাষ করছিলেন। এদিন সকালে বিজেপি কর্মীরা ওই জমিতে যান। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁদের বাধা দেন। অভিযোগ এরপরই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। সেইসময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ।’ বিষয়টি কথা স্বীকার করে নিয়েছেন নদিয়ার পুলিশ সুপারও। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।ভোটের আগে এলাকায় ফের যাতে উত্তেজনা না ছড়াতে পারে সেকারণে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.