ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পাঁচ বাঙালিকে গুলি করে হত্যার ঘটনায় এখনও থমথমে অসমের তিনসুকিয়া৷ ঘটনার প্রতিবাদে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের এবং তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কালো করে দিলেন তিনি৷ এছাড়াও এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল৷
In protest against the brutal killings in Assam @AITCofficial will organise protest rallies tomorrow ( Fri Nov 2) in different parts of north and south Bengal including Siliguri and Kolkata
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2018
বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ খেরোনিবাড়ি গ্রামে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন বাঙালি যুবক। হঠাৎই জিপে চড়ে সেখানে হাজির হয় মুখ ঢাকা ও জলপাই রঙের সেনার পোশাক পরা কয়েকজন সশস্ত্র উলফা জঙ্গি। তারা ছয় বাঙালি যুবককে সেখান থেকে অপহরণ করে। নিয়ে যায় কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের চরে। নদীর চরেই ছয় যুবককে সামনে থেকে মাথার মাঝখানে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি।প্রাথমিক তদন্তে উঠে এসেছে উলফা (আই) গোষ্ঠী হামলা চালিয়েছে নিরীহ বাঙালিদের উপর। যদিও ওই সংগঠনের তরফে বিবৃতি দিয়ে খুনের ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নির্দেশে পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ কর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। বাঙালি নিধনের পর থেকেই চাপা উত্তেজনা তিনসুকিয়ায়৷ গোটা এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সমস্ত চেক পয়েন্টগুলিতে নাকা চেকিং চলছে। অসম-অরুণাচল সীমানায় কড়া প্রহরার বন্দোবস্ত করা হয়েছে৷ সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন অসম রাইফেলসের জওয়ানরা। জঙ্গল এলাকার উপর কড়া নজরদারি রাখা হয়েছে। এর পাশাপাশি সন্দেহজনক সব জায়গায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
তিনসুকিয়ার ঘটনায় বৃহস্পতিবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার নিন্দা এবং শোকপ্রকাশ করেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
Trinamool to hold protest marches across Bengal today, Fri Nov 2. Will take part in one of the #Kolkata protests to be led by @abhishekaitc Assemble at 8B Bus Stand from 1pm onward. March to Hazra. Here’s the reason why https://t.co/rwdPRIAAKu
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) November 2, 2018
পাশাপাশি রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল। কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূল কর্মীরা। দলের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচারও কালো করে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, অসমের বাঙালি সংগঠনগুলির ডাকে তিনসুকিয়ায় চলছে ১২ ঘণ্টার বনধ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.